বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক বিরল ঘটনার সাক্ষী থাকলো কলকাতা মেট্রো (Kolkata Metro Viral Video)। সঙ্গী আসতে দেরি হচ্ছে দেখে, মেট্রোর দরজা আটকে দাঁড়িয়ে রইলেন তরুণী। তাতে গতি বাড়িয়ে এক চুলও এগোতে পারল না ট্রেন। অপেক্ষায় বসে রইলেন যাত্রীরা। সঙ্গীর জন্য তরুনীর এমন কর্মকাণ্ডের জের শেষ পর্যন্ত দেখা দিল মেট্রো বিভ্রাট। মেট্রোটি চালু করে স্টেশন থেকে ছাড়তে একেবারে কালঘাম ছুটে গেল কর্তৃপক্ষের। শনিবার কলকাতা মেট্রোয় প্রথমবারের মতো এমন ঘটনা চাক্ষুষ করলেন নিত্যযাত্রীরা। ভাইরাল হলো সিসিটিভি ফুটেজও।
কলকাতা মেট্রোর ইতিহাসে এমন ঘটনা খুঁজে পাওয়া দুষ্কর
গতকাল অর্থাৎ শনিবার বিরল ঘটনাটি ঘটে কলকাতা বিমানবন্দর-নোয়াপাড়া মেট্রো স্টেশনের মাঝে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। সূত্রের খবর, তড়িঘড়ি মেট্রো ধরার জন্য স্টেশনে আগে পৌঁছে যান এক তরুণী। এদিকে সঙ্গী তখনও এসে পৌঁছননি। সে কারণেই, সঙ্গীকে সাথে নিয়ে মেট্রোটিতে ওঠার জন্য মেট্রোর দরজা আটকে ঠায় দাঁড়িয়ে রইলেন ওই যুবতী। ফলে খোলা অবস্থায় রইল মেট্রোর দরজা।
বিপদ বাড়ল এই ঘটনার কিছু সময়ের মধ্যেই। সঙ্গী স্টেশনে চলে এলেও পরবর্তীতে বন্ধ হয়নি মেট্রোর গেট। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, আপ লাইনে যাওয়ার সময় দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়িয়েছিল ওই মেট্রোটি। এক যুবতী এসে মেট্রোর গেটের সামনে একটি ব্যাগ রাখেন। এমনকি নিজেও মেট্রোর গেটে দাঁড়িয়ে থেকে দরজা বন্ধ হতে দেননি। যার কারণে পরবর্তী সময়ে মেট্রোর গেট বন্ধ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল কর্মীদের।
#WATCH: মেট্রোয় চরম বিভ্রাট, গেট আটকে দাঁড় করিয়ে রাখলেন তরুণী!
সব খবর: https://t.co/Z9cGg0kjDs#KolkataMetro | @metrorailwaykol | @KolkataPolice pic.twitter.com/ZUf18mt2uH
— TV9 Bangla (@Tv9_Bangla) December 14, 2025
অবশ্যই পড়ুন: পিছনে পড়বেন চাহাল, অর্শদীপ! টি-টোয়েন্টিতে বড় কীর্তি গড়ার পথে বরুণ চক্রবর্তী
জানা গিয়েছে, তরুণীর অবোধ আচরণের কারণে মেট্রোর দরজা বন্ধ করতে শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারদের ডাকতে হয়। ঘটনাস্থলে পৌঁছন মোটরম্যানও। দীর্ঘক্ষণ চলে মেরামতির কাজ। শেষ পর্যন্ত মেট্রো কর্মীদের কাহিক পরিশ্রমের পর শেষমেষ বন্ধ হয় মেট্রোর গেট। এদিকে এমন ঘটনার জন্য ওই তরুণীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন নিত্যযাত্রীরা। নাম প্রকাশ না করার শর্তে মেট্রোর এক কর্মকর্তা জানিয়েছেন, এমন ঘটনার পর ওই তরুনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মেট্রো যাত্রীদের অনেকেই বলছেন, কলকাতা মেট্রোর ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন।