সচিন তেন্ডুলকরকে টপকে এক নম্বরে বিরাট কোহলি

Virat Kohli IPL and international Runs is more than Sachin Tendulkar

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনিই যে ভারতীয় ক্রিকেটের মহাতারকা সে বিষয়ে কোনও সন্দেহ নেই ক্রিকেট ভক্তদের। বিগত দিনগুলিতে বিরাট যেভাবে একের পর এক ম্যাচে কামাল দেখাচ্ছেন তাতে তাঁর দিকে আঙুল তুলে প্রশ্ন করে এমন সাধ্য কারও নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি ফসকালেও 91 বলে 93 রানের দাপুটে ইনিংস খেলেন 18 নম্বর জার্সি। সবচেয়ে বড় কথা, ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 28,000 রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। তিনিই বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান যে কিনা সবচেয়ে তাড়াতাড়ি এই লক্ষ্য পূরণ করেছেন। তবে এখানেই শেষ নয়, আন্তর্জাতিক ক্রিকেট এবং IPL দুই ক্ষেত্রে রান মিলিয়ে এই মুহূর্তে সচিন তেন্ডুলকরকেও টপকে গিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের কাছাকাছি বিরাট

আন্তর্জাতিক ক্রিকেটে আজ পর্যন্ত টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টি মিলিয়ে 28,068 রান করেছেন বিরাট। সেই তালিকায় রয়েছে অসংখ্য সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি। অন্যদিকে, ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর অবসরের আগে পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট 34,357 রান করেছেন।

রানের দিক থেকে সচিনের রেকর্ড ভাঙতে না পারলেও তাঁর রেকর্ডের কাছাকাছিই রয়েছেন বিরাট কোহলি। বিরাট যেহেতু এই মুহূর্তে ওয়ানডে ছাড়া আর কোনও সংস্করণে খেলেন না ফলে রানের দিক থেকে সচিনের রেকর্ড ভাঙা তাঁর পক্ষে একপ্রকার অসম্ভব বলেই মনে করছেন অভিজ্ঞ মহল।

অবশ্যই পড়ুন: ISL শুরুর আগেই বাংলার সন্তোষ ট্রফিজয়ী দলকে ৪-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

এই দিক থেকে সচিনকে টপকে এক নম্বরে বিরাট কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে রানের নিরিখে সচিনের 34,357 সংখ্যার রেকর্ড ভাঙতে পারেননি ঠিকই তবে আন্তর্জাতিক ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মিলিয়ে ভারতীয় ক্রিকেটের ভগবানকে টপকে গিয়েছেন বিরাট।

অবশ্যই পড়ুন: সংক্রান্তিতে কাঁপাবে শীত, শৈত্যপ্রবাহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়, আজকের আবহাওয়া

সহজ করে বলতে গেলে, আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে 34,357 রান এবং IPL এর 2334 রান নিয়ে সচিনের মোট রান দাঁড়াচ্ছে 36,691। অন্যদিকে বিরাট কোহলির IPL এর 8661 রান এবং আন্তর্জাতিক ক্রিকেটের 28,068 রান নিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে 36,729 এ। এর অর্থ আন্তর্জাতিক ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মিলে সচিনকেও ছাড়িয়ে গিয়েছেন বিরাট কোহলি।

Leave a Comment