সচিন পুত্র অর্জুন নাকি বৈভব সূর্যবংশী, IPL এ কার বেতন বেশি? জানলে লজ্জা পাবেন!

Vaibhav Sooryavanshi Vs Arjun Tendulkar IPL salary

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এবং অর্জুন তেন্ডুলকর। এই দুই নামই সাম্প্রতিককালে বারবার উঠে এসেছে সংবাদ শিরোনামে। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে সেঞ্চুরি হাঁকানোর পর থেকেই জনপ্রিয়তাকে একেবারে গায়ে মেখে নিয়েছিলেন বিহারের 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী। বর্তমানে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারের হয়ে জাত চেনাচ্ছেন তিনি। অন্যদিকে সচিনপুত্র অর্জুনকে ইতিমধ্যেই মুম্বই থেকে ট্রেড করিয়ে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টস। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৈভব এবং অর্জুনকে মুখোমুখি সংঘর্ষে দেখা যাবে। তবে তার আগে গতকালই সৈয়দ মুস্তাক আলির বিহার বনাম গোয়া ম্যাচে একে অপরের মুখ দেখেছিলেন দুজন।

বিহারকে হারিয়েছে অর্জুনের গোয়া

বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 180 রান তুলেছিল বিহার। এদিন ওপেনিং করতে নেমে সেঞ্চুরি না হলেও 25 বলে 46 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন বৈভব। 4টি চারে নিজের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন তিনি। অন্যদিকে বিহারের সামনে বল হাতে নিজের ক্ষমতা জাহির করেছিলেন সচিনপুত্র অর্জুন। এদিন একার হাতে 32 রান খরচ করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তোলেন তিনি। পরবর্তীতে নির্ধারিত লক্ষ্য তাড়া করতে নেমে বিহারকে একেবারে গুটিয়ে দিয়েছিল গোয়া। 1 বল বাকি থাকতেই 5 উইকেট হাতে রেখে নির্ধারিত লক্ষ্য পূরণ করে ম্যাচ পকেটে পুরে নেয় অর্জুনের দল। এদিন অবশ্য ব্যাট হাতে কিছুই করতে পারেননি তিনি।

বৈভব নাকি অর্জুন, IPL এ কার বেতন বেশি?

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই রাজস্থানের রিটেনশন তালিকায় জায়গা পেয়েছেন বৈভব সূর্যবংশী। 14 বছরের এই কিশোরকে ধরে রেখেই আসন্ন সিজনের প্রস্তুতি শুরু করছে RR। অন্যদিকে সচিন পুত্র অর্জুনকে LSG র সাথে ট্রেড করিয়ে নিয়েছে মুম্বই। ফলে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে নামতে হচ্ছে না দুজনের কাউকেই। নিজ নিজ দলের হয়ে একে অপরের মুখোমুখি হবেন বৈভব এবং তরুণ অর্জুন। তবে তার আগে জেনে নেওয়া দরকার দুজনের IPL বেতন সম্পর্কে।

অবশ্যই পড়ুন: হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে বড় আপডেট! শিলান্যাস প্রসঙ্গে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে 30 লাখের বেস প্রাইস নিয়ে নিলামে উঠেছিল বৈভব সূর্যবংশীর নাম। সেখান থেকেই 1.10 কোটি টাকার বিনিময়ে তাঁকে কিনে নেয় রাজস্থান। এবারেও তাঁকে 1 কোটি 10 লাখ টাকায় ধরে রেখেছে RR। অন্যদিকে বৈভবের থেকে বেশ খানিকটা অভিজ্ঞ হলেও বয়সে বড় অর্জুনকে 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 30 লাখ দিয়ে দলে রেখেছিল মুম্বই। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিনের ছেলেকে ওই দাম দিয়েই দলে নিয়েছে LSG। কাজেই IPL 2026 এ অর্জুনের বেতন 30 লাখ। যা বৈভব সূর্যবংশীর 1 কোটি 10 লাখ বেতনের থেকে 80 লাখ টাকা কম। যা জানার পর লজ্জা বোধ করছেন কেউ কেউ!

Leave a Comment