সঞ্জয়ের বেকসুর খালাসের আবেদন গ্রহণ করল হাইকোর্ট! শুনানি সেপ্টেম্বরে

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে প্রায় ১ বছর হতে চলল। আরজি কর কাণ্ড নিয়ে যেখানে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল সেখানে এখনও পর্যন্ত এই ধর্ষণ ঘটনার আর কোনো নয়া তথ্য উঠে এল না। চলতি বছর জানুয়ারিতেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছিল শিয়ালদা আদালত।

তবে সেই রায়ের ক্ষেত্রে ফাঁসির দাবি তুলেছিল সিবিআই। কিন্তু বিচারকের পর্যবেক্ষণ ছিল, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। আর এই আবহে এবার সঞ্জয় রায়ের বেকসুর খালাস চাওয়ার আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্টে।

কী ঘটেছিল?

গত বছর, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুমে ঘটেছিল হাড়হিম করা ঘটনা। সেই সময় দ্বিতীয় বর্ষের এক তরুণী পড়ুয়াকে নৃশংস ধর্ষণের পর খুন করা হয়েছিল। পরদিন সেমিনার রুম থেকে দেহ উদ্ধার হওয়ার পরপরই রহস্যের জট আরও ঘন হয় এরপরই গোটা ঘটনার তদন্তভার দেওয়া হয় CBI-কে। তাঁদের তদন্তের ভিত্তিতে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। চার্জশিট দায়ের করা হয় শিয়ালদহ নগর দায়রা আদালতে।

 নির্দোষ হওয়ার দাবি সঞ্জয়ের

দীর্ঘদিন ধরে চলে সেই মামলা। শেষে বিচারপ্রক্রিয়া মিটতেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হয়েছিল। এবং ১৮ জানুয়ারি, ২০২৫ তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এদিকে প্রথম দিন থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে চলেছে দোষী সাব্যস্ত সঞ্জয়।

বরাবর কাঠগড়ায় দাঁড়িয়ে সঞ্জয় দাবি করেছে, সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। প্রায় ছ’মাস জেলে থাকার পর ফের নিজেকে বেকসুর খালাস বলে দাবি করে হাই কোর্টে আবেদন জানাল সঞ্জয়। অবশেষে গৃহীত হল সেই আবেদন।

আরও পড়ুন: ২১ জুলাইয়ের সভায় যোগ দিতে নদীয়া থেকে পায়ে হাঁটা শুরু, ভাইরাল তৃণমূল কর্মীর ভিডিও

কবে হবে মামলার শুনানি?

‘TV 9’- এর রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ বুধবার, ১৬ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে সঞ্জয় রাইয়ের মামলা গৃহীত হয়। CBI-এর দায়ের করা মামলার সঙ্গে শুনানি হবে সঞ্জয় রাইয়ের দায়ের করা মামলার। আগামী সেপ্টেম্বর মাসে এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার দেখার পালা আরজি কর ঘটনার এই মামলাটি কোন নয়া মোড় নেয়।

Leave a Comment