সত্যি হতে চলেছে দুর্গাপুর থেকে বাঁকুড়া রেল লাইনের স্বপ্ন

সৌভিক মুখার্জী, কলকাতা: বাঁকুড়ার বুক চিরে নয়া রেলপথ নির্মাণের স্বপ্ন এবার বাস্তবে পরিণত হতে চলেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করতে অবশেষে আশার আলো দেখিয়েছে রেল মন্ত্রক। জানা গিয়েছে, দুর্গাপুর থেকে বাঁকুড়া (Durgapur Bankura Rail Line) পর্যন্ত ডিপিআর তৈরিতে 70 লক্ষ টাকা বরাদ্দ করেছে ভারতীয় রেল।

তবে হ্যাঁ, এই সাফল্যের পিছনে মূল নায়ক বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খাঁ। সম্প্রতি তিনি রেল প্রতিমন্ত্রী রভনীত সিং-র সঙ্গে সাক্ষাৎকারে এই প্রস্তাব তুলে ধরেন। আর এরপরই রেলমন্ত্রক বড়সড় প্রকল্পের মাধ্যমে প্রথম ধাপের জন্য অর্থ বরাদ্দ করে।

ঠিক কী হতে চলেছে?

জানা গিয়েছে, দুর্গাপুর থেকে বাঁকুড়া পর্যন্ত এবার নতুন রেললাইন নির্মাণ হবে, যার জন্য 70 লক্ষ টাকা ডিপিআর বরাদ্দ হয়েছে। জানা যাচ্ছে, বেলিয়াতোড় থেকে দুর্গাপুর পর্যন্ত প্রায় 25 কিলোমিটার ট্র্যাক যাচাই করা হবে। এমনকি এলিফ্যান্ট করিডর, জমি অধিগ্রহণ, নদী পারাপার এবং সেতু নির্মাণ সংক্রান্ত কাজবাজও করা হবে। আর এই লাইনের সম্ভাব্য স্টেশন হতে পারে বেলিয়াতোড়, দামোদর নদী সংলগ্ন অংশ এবং দুর্গাপুর। 

প্রসঙ্গত বাঁকুড়া জেলা সেই অতীতকাল থেকেই অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিকাশে পরিচিত। কিন্তু সেই বাঁকুড়ার সাথে দুর্গাপুরের সরাসরি রেল সংযোগ নেই। যদিও এ নিয়ে দাবি বহুদিনেরই। আজও শিল্পশহর দুর্গাপুরে পৌঁছতে বাসের উপর নির্ভরশীল বাঁকুড়ার মানুষজন। আর এই নয়া রেলপথ নির্মিত হলে বাঁকুড়া, বিষ্ণুপুর, কোটুলপুর, ইন্দাসের মানুষ উপকৃত হবে, তা বলার অপেক্ষা রাখে না।

শুধু তাই নয়, জঙ্গলমহলের গ্রামগুলির গরিব বা মধ্যবিত্ত মানুষজন রেল পরিষেবার আওতায় আসবে। এমনকি পর্যটন শিল্পে নয়া মাত্রা আসবে, বিশেষ করে জয়রামবাটি, কামারপুকুর, বিষ্ণুপুরের মতো স্থানগুলিতে। এমনকি বাণিজ্যিক দিক থেকেও দুর্গাপুর এবং বাঁকুড়ার মধ্যে পণ্য পরিবহন আরো সহজ হয়ে উঠবে।

তবে এই প্রকল্প বাস্তবায়ন করার পিছনে কিছু প্রতিবন্ধকতাও ছিল। প্রথমত, প্রস্তাবিত রেলপথ জঙ্গলমহলের মধ্য দিয়ে যাওয়ায় হাতিদের চলাচলের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে। এমনকি বর্তমানে দামোদর নদীর সেতুর উপর দিয়ে যানবাহনের প্রবল চাপের কারণে নতুন সেতু বানানোও জরুরী।

আরও পড়ুনঃ ৭৮ বিলিয়ন ইউরো হলুদ ধাতু! ড্রাগনের দেশে মিলল বিশ্বের সবথেকে বড় স্বর্ণখনির হদিশ

জয়রামবাটী থেকেও শুরু হচ্ছে ট্রেন পরিষেবা

বাঁকুড়া-দুর্গাপুর রেলপথের পাশাপাশি আরো একটি সুখবর দিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ। জানা গিয়েছে, আগামী 18 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের দুর্গাপুর থেকে জয়রামবাটী পর্যন্ত নতুন রেল পরিষেবার উদ্বোধন করতে পারে। আর এই দিন দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা অনুষ্ঠিত হতে পারে বলে বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে। পাশাপাশি রেল সংক্রান্ত একাধিক প্রকল্পের বিষয়ে সিদ্ধান্তও নেওয়া হবে ওই সভা থেকে।

Leave a Comment