সত্যি হল ট্রাম্পের দাবি! রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করছে আম্বানির রিলায়েন্স

Reliance Stopped Import Fuel From Russia

সৌভিক মুখার্জী, কলকাতা: তাহলে কি ট্রাম্পের দাবি সত্যি হল? রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে ভারত! জানা যাচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে যে ক্ষোভ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা কার্যত মেনে নিল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Stopped Import Fuel From Russia)। হ্যাঁ, বৃহস্পতিবার তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, জামনগরের এসইজেড শোধনাগরের রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা সম্পূর্ণ বন্ধ হবে। কারণ, ভারতের উপর আমেরিকার অসন্তোষের সবথেকে বড় কারণ রাশিয়ার তেল কেনা।

রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ রিলায়েন্সের

বলাবাহুল্য, রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা জারি হবে আগামী ২১ জানুয়ারি থেকে। তার ঠিক আগেই রিলায়েন্স জানিয়েছে যে, তারা ২০ নভেম্বর থেকে রাশিয়া থেকে আর তেল আমদানি করবে না। এমনকি রিলায়েন্সের মুখপাত্র এ বিষয় জানিয়েছেন, ১ ডিসেম্বর থেকে এসইজেড রিফাইনারি থেকে যে পণ্য রপ্তানি হবে, সেগুলি এমন অপরিশোধিত তেল থেকে করা হবে যা রাশিয়া থেকে আনা হয়নি। পাশাপাশি ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলা আমদানির উপর বিধিনিষেধের জন্য এই সময়সীমা আগেই নির্ধারণ করা হয়েছে।

এদিকে গুজরাটের জামনগরের দুটি রিফাইনারি চালায় রিলায়েন্স। ডোমেস্টিক এরিয়া ইউনিট, যেটি ভারতীয় বাজারে পরিষেবা দেয়, অন্যদিকে আরেকটি রয়েছে এসইজেড ইউনিট, যেটি রিলায়েন্স পেট্রোলিয়াম লিমিটেডের আওতায় নির্মিত। এখান থেকে মূলত রপ্তানির কাজ হয়। তবে তারা এসইজেড-এর জন্য এবার রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করল। কারণ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের চেষ্টায় শুল্ক নীতির আশ্রয় নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্প স্পষ্ট জানিয়ে গিয়েছিলেন, তিনি নতুন আইনকে সমর্থন করবেন। পাশাপাশি মস্কোর সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোরও হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুনঃ প্রাথমিক টেটের ভুল প্রশ্ন মামলার রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে, মিলতে পারে চাকরির সুযোগ

জানিয়ে রাখি, রাশিয়ার বৃহত্তম তেল উৎপাদনকারী সংস্থা এখন রোসনেফ্ট এবং লুকঅয়েল, যেগুলি রাশিয়া থেকে ভারতে আসা বেশিরভাগ অপরিশোধিত তেল সরবরাহ করে। রোসনেফ্টের সাথে রিলায়েন্সের প্রায় প্রতিদিন ০.৫ মিলিয়ন ব্যারেলের তেলের চুক্তি রয়েছে। অন্যদিকে রাশিয়ার তেল কোম্পানি রোসনেফ্ট এবং লুকঅয়েলের সঙ্গে লেনদেনের উপর মার্কিন নিষেধাজ্ঞা আগামীকাল থেকেই কার্যকর হবে। তার আগেই এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটল রিলায়েন্স।

Leave a Comment