সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ভরসা পোস্ট অফিসের এই ৩ স্কিম

Post Office

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরে নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অর্থ সঞ্চয় করতে চাইলে ভারতীয় পোস্ট অফিসের বেশকিছু স্কিম (Post Office Schemes) আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। বিগত দিনগুলিতে শেয়ার মার্কেট বা SIP-র রমরমা সত্ত্বেও ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন প্রকল্প গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা ধরে রেখেছে। আসলে অল্প সময়ে মোটা রিটার্ন এবং ঝুঁকিহীন বিনিয়োগের জন্য পোস্ট অফিসকে বেছে নেন সকলে। আজকের প্রতিবেদনে রইল এমন কয়েকটি স্কিম, যা আপনার শিশুর ভবিষ্যৎ আর্থিক দিক থেকে সুরক্ষিত রাখবে।

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে বিনিয়োগ করতে পারেন এই 3 স্কিমে

সুকন্যা সমৃদ্ধি যোজনা

মূলত শিশু কন্যাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পটি নিয়ে এসেছে ভারতীয় পোস্ট অফিস। ডাক বিভাগের এই স্কিমে একজন শিশু কন্যার 10 বছর বয়স পূর্ণ হওয়ার আগে থেকেই তাঁর বাবা-মা বা আইনগত অভিভাবক পোস্ট অফিসের এই স্কিমে অ্যাকাউন্ট খুলে অর্থ সঞ্চয় করতে পারবেন। বলে রাখি, এই স্কিমে সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ আড়াই লাখ টাকা বিনিয়োগ করা যায়। বলে রাখি এই প্রকল্পে বর্তমানে সুদের হার 8.2 শতাংশ। এই প্রকল্পে 80C ধারার অধীনে কর ছাড়ও পাওয়া যায়।

অবশ্যই পড়ুন: শীত একটু কমলেও দক্ষিণবঙ্গের ফের কনকনে ঠান্ডা, কবে থেকে? আবহাওয়ার খবর

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC পোস্ট অফিসের একটি দুর্দান্ত ফিক্সড ইনকাম সঞ্চয় প্রকল্প। এই প্রকল্পে বাবা মা তার শিশু কন্যার জন্য বিনিয়োগ শুরু করে দিতে পারেন অল্প বয়স থেকেই। এই প্রকল্পে 5 বছরের লক ইন পিরিয়ড রয়েছে এবং পরবর্তীতে মেয়াদ শেষে মোটা রিটার্ন পাওয়া যায়। বলে রাখি এই প্রকল্পে এই মুহূর্তে 7.7 শতাংশ সুদ পাওয়া যায়। সেই সাথে কর ছাড়ের সুবিধাও রয়েছে।

অবশ্যই পড়ুন: ২০২৬ সালে কবে, কতবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? দেখে নিন

পাবলিক প্রভিডেন্ট ফান্ড

পাবলিক প্রভিডেন্ট ফান্ড ভারতীয় পোস্ট অফিসের একটি দুর্দান্ত দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প। সন্তানের বাবা মা চাইলে তারা নিজের শিশু কন্যা বা পুত্রের নামে এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলে অর্থ সঞ্চয় করতে পারেন। এই প্রকল্পে মূলত 15 বছরের লক ইন পিরিয়ড রয়েছে। এই মুহূর্তে এই প্রকল্পে 7.1 শতাংশ সুদ পাওয়া যায়। শুধু তাই নয়, 7 বছর পূর্ণ হওয়ার পর এই প্রকল্প থেকে আংশিক অর্থ উত্তোলন করা যায়। এছাড়াও এই প্রকল্পের সুদ এবং রিটার্নের ক্ষেত্রেও কর ছাড়ের সুবিধা রয়েছে।

Leave a Comment