সন্তান, বাবাকে দিয়ে স্যানিটারি ন্যাপকিন কেনানো লজ্জার! মমতা শঙ্করের মন্তব্যে বিতর্ক

প্রীতি পোদ্দার, কলকাতা: ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে এখনও সমাজে নানা মনগড়া কথা এবং কুসংস্কার ছড়িয়ে রয়েছে! মহিলাদের এই শারীরবৃত্তীয় পর্বটি যে স্বাভাবিক তা অনেকেই মানতে চান না। যদিও বহু মানুষ এই কুসংস্কারে বেড়াজাল ভেঙেছে। বেশ কিছু প্রসিদ্ধ এবং খ্যাতনামা ব্যক্তি এই ব্যাপারে সোচ্চার হয়েছে। তবে সম্প্রতি এই স্যানিটারি প্যাড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর। যা নিয়ে তোলপাড় নেটমাধ্যম।

বিস্ফোরক মন্তব্য মমতা শঙ্করের

সম্প্রতি “সংবাদ প্রতিদিনের” এক সাক্ষাৎকারে পদ্মশ্রী সম্মানে ভূষিত অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্করকে সমাজের অগ্রগতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি নানা বিষয় তুলে ধরেন। আর সেই প্রসঙ্গেই উঠে আসে স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপণ ও অন্তর্বাসের খোলাখুলি বিজ্ঞাপণ নিয়ে। এদিন মমতা শঙ্কর অসন্তোষ প্রকাশ করে জানিয়েছেন যে, ”সমাজ এগোচ্ছে না বরং পিছোচ্ছে। মেয়েদের প্রয়োজনের মধ্যে যে জিনিসগুলি পড়ে তার আলাদা করে বিজ্ঞাপণ দেখানোর কি আছে ! সেক্ষেত্রে, টেলিভিশনের পর্দায় এমন বিজ্ঞাপণ কারোর সামনে দেখলে আমি লজ্জাবোধ করি।”

ক্ষুব্ধ নেটিজেনরা

এছাড়াও মমতা শঙ্কর সেই সাক্ষাৎকারে আরও জানান যে, “আজকের যুগে দাঁড়িয়ে আমি এখনো এতটাও মর্ডান হতে পারেননি যে সন্তান বা বাবাকে দিয়ে স্যানিটারি ন্যাপকিন কেনানোর কথা ভাবতে হবে।” আর এই মন্তব্যে রীতিমত সমালোচনার ঝড় ওঠে। ফেসবুক তাঁর মন্তব্যের কটাক্ষ করে বেশ কয়েকজন নেটিজেন পোস্ট করে লিখেছেন যে, “উনি যে দোকান থেকে স্যানিটারি ন্যাপকিন কেনেন, সেটিও কি মহিলা পরিচালিত?সমাজ এগিয়ে গেল, ওনার মানসিকতা আজও পিছিয়ে রয়েছে৷”

আরও পড়ুন: রামকে অপমানের অভিযোগ! ছবি ভাইরাল হতেই ক্ষমা চাইলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

কিছুদিন আগে জি বাংলার অন্যতম নাচের রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স-এ হিন্দি গানের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নাটকটি তুলে ধরা হয়েছিল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন নৃত্যশিল্পী মমতা শংকর। জানা গিয়েছিল এই এপিসোডে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এমনকি তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই ক্ষোভ উগরে জানিয়েছিলেন যে তাঁর কিছু মন্তব্য অনুষ্ঠান কর্তৃপক্ষ কেটে বাদ দিয়ে দিয়েছে। তাঁর দাবি তিনি প্রথম থেকেই বলেছিলেন চণ্ডালিকার সঙ্গে হিন্দি গান মানায় না। কোরিয়োগ্রাফারদের উপরেও ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।

2 thoughts on “সন্তান, বাবাকে দিয়ে স্যানিটারি ন্যাপকিন কেনানো লজ্জার! মমতা শঙ্করের মন্তব্যে বিতর্ক”

  1. উনি ঠিক কথাই বলেছেন ভারতের মানুষ পশ্চিমই দেশের মতন আপগ্রেডেড এখনো হয়নি আর আপডেটেড হওয়ার প্রয়োজনও নেই এটা যদি লজ্জার না হয় তাহলে বাবাকে দিয়ে ছেলে কনডম কেননা ও লজ্জার না

    Reply
  2. বানান ভুল হয়েছে সেজন্য ক্ষমা করে দেবেন

    Reply

Leave a Comment