সহেলি মিত্র, কলকাতাঃ বজ্রগর্ভ মেঘ এবং মৌসুমি অক্ষরেখার সক্রিয়তা ভয় পাওয়াচ্ছে সাধারণ মানুষকে। ক্রমশ খারাপ হচ্ছে বাংলার আবহাওয়া। একদিকে যেমন প্রবল বর্ষণের জেরে জেরবার উত্তরবঙ্গ, তেমনই গরম ও বৃষ্টির কারণে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তরবঙ্গের দিকে অগ্রসর হওয়ার কারণে উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং স্থান বিশেষে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব ও স্থানীয় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ সোমবারও বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি নামবে দুই বঙ্গে। তাহলে চলুন জেনে নেবেন আজকের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।
দক্ষিণবঙ্গে আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গে, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
“দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কমেছে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই বিষয়ে বেশ কয়েকটি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে,” আবহাওয়া বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ সপ্তাহের শুরুতেই তুমুল দুর্যোগ চলবে কিছু জেলায়। আজ অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। বাকি জেলা যেমন দার্জিলিং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবারও ব্যাপক দুর্যোগ নামবে জেলায় জেলায়। উত্তরবঙ্গের পাশাপাশি তালিকায় রয়েছে দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলা। এদিন যেমন বজবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং নদীয়া জেলায়।
উত্তরবঙ্গের কথা বললে, এদিন অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি)-র জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে চার জেলায়। এই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়।