সহেলি মিত্র, কলকাতা: বাংলায় নতুন করে মেঘ ফাটা বৃষ্টির পূর্বাভাস জারি করা হলো হাওয়া অফিসের তরফে। আগামী বুধবার ও বৃহস্পতিবার নতুন করে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে জেলায় দুর্যোগ নামতে পারে বলে খবর। অন্যদিকে আজ সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই ঝড় বৃষ্টিতে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি।
২৭ ও ২৮ আগস্ট সমগ্র দক্ষিণবঙ্গের কোথাও কোথাও স্থানীয় ভাবে সুউচ্চ শক্তিশালী কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয় ভাবে মুষলধারে মেঘফাটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির হার ১০০ মিলিমিটার প্রতি ঘন্টার বেশি হতে পারে। যাই হোক তাহলে চলুন জেনে নেওয়া যাক আর সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার অর্থাৎ সপ্তাহে শুরুতেও দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এই নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আপনার কি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা রয়েছে? নিষে ভাবছেন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ কেমন থাকবে সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া সেই সম্পর্কে। হাওয়া অফিসের মতে, সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের কথা বললে এদিন কালিম্পং দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি কিছু জেলায় তেমন দুর্যোগের সম্ভাবনা নেই। যদিও বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।