সহেলি মিত্র, কলকাতাঃ সপ্তাহের শুরুতেই বিপাকে মেট্রো যাত্রীরা (Metro Service Disrupt)। অফিস টাইমে বেরিয়ে যে সকলকে এত বড় সমস্যার মুখে পড়তে হবে কেই বা ভেবেছিল। প্রবল বৃষ্টির জেরে মেট্রো লাইনে জল জমে গিয়েছে। এদিকে জল থাকায় সকাল সকাল কলকাতা মেট্রোর থমকে গেল চাকা। জানা গিয়েছে, সেন্ট্রাল-চাঁদনি চকের মাঝের অংশে লাইন জল জমে থাকায় পরিষেবা ব্যাহত হয়েছে। স্বাভাবিকভাবেই সপ্তাহের শুরুতেই এহেন অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকতে হবে সেটা কেউই হয়তো ভাবতে পারেননি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
মেট্রো লাইনে জল, ব্যাহত মেট্রো পরিষেবা
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরে আজ সোমবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে মাথায় বৃষ্টি নিয়েই সকলকে বাড়ি থেকে বেরোতে হয়েছে কাজের তাগিদে। কিন্তু মেট্রো যাত্রীরা আজ মহা বিপাকে পড়েছেন। মেট্রো লাইনে জল জমার জেরে বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো।
বন্ধ আংশিক মেট্রো পরিষেবা
যাত্রীদের সুরক্ষার কথা ভাবনাচিন্তা করে আংশিক মেট্রো পরিষেবা বন্ধের সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। যদিও দক্ষিণেশ্বর-গিরিশপার্ক-ময়দান-কবি সুভাষ রুটে মেট্রো পরিষেবা অব্যাহত রয়েছে। যদিও মেট্রো স্টেশনগুলিতে যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে। সকালের দিকে প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। সকাল পৌনে ৯টা থেকে মহাত্মা গান্ধী রোড থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পাঁচটি স্টেশনে পরিষেবা বন্ধ রয়েছে।
আরও পড়ুনঃ চলবে লোকাল হিসেবে! চালুর আগেই হাওড়া-পুরুলিয়া মেমু ট্রেন নিয়ে প্ল্যান বদল রেলের
অনেকেই আছেন যারা উপায় না দেখে শেষ পর্যন্ত হয় ক্যাব নয়তো বাস ধরে যে যার গন্তব্যস্থলে যাচ্ছেন। এদিকে বৃষ্টির সময়ে ক্যাব ভাড়াও চরমে পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে সপ্তাহের শুরুটা মেট্রো যাত্রীদের কাছে বিভীষিকার থেকে কম কিছু ছিল না। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।