সপ্তাহে ৩৪০ টাকা করে জমালেই পাবেন ২৫ লাখেরও বেশি, দারুণ পলিসি LIC-র

You can get more than 25 lakhs with This LIC Investment Plan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজার বা স্টক মার্কেটের বিপুল জনপ্রিয়তার মাঝেও গ্রাহকদের বিশ্বাস ধরে রেখেছে দেশের সরকারি বীমা সংস্থা বা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন(LIC)। মূলত ঝুঁকিহীন বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ভারতীয় বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের ঠিকানা LIC। এই সরকারি বীমা সংস্থার অধীনে এমন কিছু স্কিম বা পলিসি (LIC Investment Plan) রয়েছে যেগুলিতে স্বল্প বিনিয়োগে ভবিষ্যৎ সুনিশ্চিত করার পাশাপাশি মেয়াদ শেষে মোটা রিটার্ন পাওয়া যায়। সেই তালিকার একেবারে শুরুর দিকেই রয়েছে LIC র জীবন আনন্দ পলিসি। আজকের প্রতিবেদন রইল তারই খুঁটিনাটি।

LIC জীবন আনন্দ পলিসি সম্পর্কে কিছু কথা

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের এই বিশেষ পলিসিটি গ্রাহকদের বীমা কভারেজের পাশাপাশি মেয়াদ শেষে মোটা রিটার্ন দেয়। এক কথায়, সবদিক থেকেই সুনিশ্চিত থাকবে বিনিয়োগকারীর ভবিষ্যৎ। LIC র এই পলিসিটিতে শিশু থেকে বৃদ্ধ সকলেই বিনিয়োগ করতে পারবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, একেবারে কম প্রিমিয়াম জমা দিয়েই মেয়াদ শেষে মোটা টাকা হাতে পাওয়া যায় এই পলিসির হাত ধরেই। প্রতি সপ্তাহে মাত্র 340 টাকা করে জমিয়েই 25 লক্ষেরও বেশি টাকা পাওয়া যায় এই পলিসিতে! কিন্তু কীভাবে?

মাত্র 340 টাকা করে জমিয়েই 25 লাখ পাবেন কীভাবে?

প্রথমেই বলে রাখি, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের জীবন আনন্দ পলিসিটির মেয়াদ সর্বোচ্চ 35 বছর। এই পলিসির মাসিক প্রিমিয়াম মাত্র 1,358 টাকা। অর্থাৎ একজন ব্যক্তি যদি প্রতি সপ্তাহে নিজের কাছে 340 টাকা করে জমান, সেক্ষেত্রে মাসের শেষে গিয়ে হবে 1,360 টাকা। সেখান থেকেই 1,358 টাকার প্রিমিয়াম প্রতিমাসে জমা দিয়ে 35 বছরে 25 লক্ষ টাকারও বেশি রিটার্ন পেয়ে যাবেন বিনিয়োগকারী।

বিস্তারিতভাবে বলতে গেলে, এই পরিকল্পনার মেয়াদ 15 থেকে 35 বছর। সে ক্ষেত্রে একজন ব্যক্তি যদি প্রতি সপ্তাহে ঠিকমতো 340 টাকা করে জমিয়ে 1,358 টাকার মাসিক প্রিমিয়াম জমা দেন সেক্ষেত্রে 35 বছরে বিনিয়োগকারীর মোট বিনিয়োগ দিয়ে দাঁড়াবে 5,70,500 টাকায়। এক্ষেত্রে এই পলিসির নিয়ম অনুযায়ী, মূল বিমাকৃত অর্থ 5 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে অতিরিক্তভাবে বিনিয়োগকারী উল্লেখযোগ্য বোনাস হিসেবে 8.60 লক্ষ টাকা এবং সংশোধনী বোনাস হিসেবে 11.50 লক্ষ টাকা পেয়ে যাবেন। যা যোগ করলে পলিসির মেয়াদ শেষে হাতে আসবে 25 লাখেরও বেশি অর্থ।

অবশ্যই পড়ুন: অল্প শব্দে জানাতে পারবেন নিজের মনের কথা, ইনস্টাগ্রামের দুর্ধর্ষ ফিচার এবার WhatsApp এও

উল্লেখ্য, মনে রাখতে হবে, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের বোনাসগুলি শুধুমাত্র তখনই পাওয়া যায়, যখন পলিসির মেয়াদ কমপক্ষে 15 বছর হবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি 15 বছর আগেই তার অর্থ ভেঙে ফেলেন সে ক্ষেত্রে তিনি জমানো অর্থের ওপর অতিরিক্ত বোনাস থেকে বঞ্চিত হবেন। কাজেই, LIC র জীবন আনন্দ পলিসিতে বিনিয়োগ করলে 15 বা 25 বছরের আগে গচ্ছিত অর্থে হাত দেওয়া চলবে না।

Leave a Comment