সবকিছুর সাথে রাজনীতি গুলিয়ে ফেলো না! সূর্যরা হাত না মেলানোয় ক্ষুব্ধ শোয়েব আখতার

Shoaib Akhtar On Team India big statement viral regarding no handshake controversy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবারের ম্যাচ শুরু হওয়ার আগেই প্রধান কোচ গৌতম গম্ভীর স্পষ্ট বার্তা দিয়েছিলেন, এটা শুধুমাত্র একটা ম্যাচ। তাই প্লেয়ারদের খেলার দিকেই ফোকাস করা উচিত। তাঁরা যেন মাঠে আবেগি হয়ে না পড়েন। সেই মতোই, পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রথমবারের মতো পাক দলের মুখোমুখি হয়ে নিজেদের পারফরমেন্সে জোর দিয়েই জয় তুলেছে টিম ইন্ডিয়া।

ম্যাচ শেষের পর সলমান আলি আঘারা হাত মেলানোর জন্য দাঁড়িয়ে থাকলেও সোজা ড্রেসিংরুমে হেঁটে চলে যান সূর্যকুমার যাদবেরা। এই মুহূর্তে তা নিয়েই ক্ষুব্ধ পাক দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ভারতের বিরুদ্ধে এ বিষয়ে নালিশ জানানোর পাশাপাশি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনেও উপস্থিত হননি পাক অধিনায়ক। সেই সব ঘটনা প্রসঙ্গেই মুখ খুলেছেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar On Team India)।

ভারতীয় দলের আচরণে হতবাক শোয়েব আখতার

ম্যাচ শুরু হওয়ার আগে টস পর্বের পর এবং ম্যাচ শেষে, উভয় সময়েই পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হাত মেলাননি ভারতীয়রা। এবার এই সিদ্ধান্ত নিয়েই নিজের মতামত জানালেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আখতার। স্টুডিওতে বসে ক্যামেরার সামনেই প্রাক্তন পাক তারকা বলে দিলেন, আমি সত্যিই হতবাক। এরপর আমার আর কিছু বলার নেই। সব ক্ষেত্রে রাজনীতিকে টেনে আনার কোনও কারণ নেই। এটা শুধুমাত্র একটা ক্রিকেট ম্যাচ। ঝগড়া লড়াই থাকতেই পারে, কিন্তু সৌজন্যতা দেখানো যায়। হাত মেলাতেই পারতো ওরা।

প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আরও বলেন, আমি হলে এমন করতে পারতাম না। নিজের শত্রুর সঙ্গেও হাত মেলাতাম। ক্রিকেটকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলো না। এরপরই আখতার বলেন, পাক অধিনায়ক সলমান যা করেছে ঠিকই করেছে। সাংবাদিক বৈঠকে যায়নি, এটা একেবারে সঠিক সিদ্ধান্ত।

 

অবশ্যই পড়ুন: পাকিস্তান বধ করে পয়েন্ট তালিকার চেহারাই বদলে দিল ভারত, সুপার ফোরে যাচ্ছে এই ২ দল!

উল্লেখ্য, রবিবার রাতে সূর্যদের ভিন্ন আচরণে ক্ষিপ্ত পাকিস্তান। স্পোর্টসম্যান স্পিরিট ভঙ্গ করার জন্য ভারতের বিরুদ্ধে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে নালিশ ঠুকেছে পাক দল। শুধু তাই নয়, ম্যাচ শেষের পর রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তানি অধিনায়ককে ভারতীয় ক্রিকেটারদের সাথে হাত না মেলানোর নির্দেশ দেন। মূলত সে কারণে ওই ম্যাচ রেফারির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পাকিস্তানের ম্যানেজমেন্ট। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাক ক্রিকেটারদের সাথে হাত না মেলানোর স্পষ্ট কারণ জানিয়ে দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার।

Leave a Comment