সৌভিক মুখার্জী, কলকাতা: আচ্ছা, আপনার মনে কি কখনও এমন প্রশ্ন এসেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী ধরনের স্মার্টফোন (PM Modi Smartphone) ব্যবহার করেন? যদি এই প্রশ্ন এসে থাকে, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। কারণ, দেশের সবথেকে শক্তিশালী ব্যক্তির মোবাইল নিয়ে আলোচনা করব আজ আমরা। হ্যাকিং, নজরদারি বা সাইবার আক্রমণের যুগে প্রধানমন্ত্রীকে বর্তমানে এমন একটি ডিভাইস ব্যবহার করতে হয় যা কোনওভাবেই ভাঙা কিংবা নজরদারি করা যায় না। কিন্তু কী সেই বিশেষ মডেল?
কোন ফোন ব্যবহার করেন প্রধানমন্ত্রী?
আসলে যে কোনও জনসমাবেশ বা রোড শোতে মোদীকে আইফোনে সেলফি তুলতে দেখা যায়। কিন্তু অফিসিয়াল যোগাযোগের জন্য তিনি যে ফোনটি ব্যবহার করেন তা সম্পূর্ণ আলাদা। এয়ারটেলের একটি ব্লগে সম্প্রতি দাবি করা হয়েছে, মোদী RAX নামের একটি বিশেষ এনক্রিপ্টেড ফোন ব্যবহার করেন যা তৈরি করেছে ভারতের সরকারি সংস্থা C-DOT। এই ফোনকে কোনও সাধারণ স্মার্টফোন বলা চলবে না, বরং বিশেষভাবে ডিজাইন করা উচ্চস্তরের সরকারি যোগাযোগ এবং গোপন তথ্য সুরক্ষা রাখার একটি স্মার্টফোন।
কী রয়েছে এই RAX ফোনে?
প্রধানমন্ত্রী মোদীর ফোনের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে জানলে এক কথায় আপনি চমকে উঠবেন। হ্যাঁ, ফোনটি সম্পূর্ণ প্রযুক্তিগত সুরক্ষা দিয়েই তৈরি। এই ফোন সাধারণ কোনও টাওয়ারের সংযোগে কাজ করে না, বরং গ্রেড ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করেই কাজ করে, যা হ্যাকিং বা ইন্টারসেপ্ট করার সম্ভাবনাকে একেবারে শূন্যতে নামিয়ে আনে। পাশাপাশি ফোনটি শুধুমাত্র নিবন্ধিত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই আনলক হয়। অন্য কেউ ব্যবহার করার কোনও সুযোগ নেই।
এছাড়া এই ডিভাইসটিতে রয়েছে থ্রি-লেয়ার এনক্রিপশন, যা ভাঙা কার্যত অসম্ভব। ফলে কেউ চাইলে কোনওভাবেই কল, মেসেজ বা ডেটা ট্র্যাক করতে পারবে না। পাশাপাশি ফোনটিতে প্রতিটি কল ডিভাইস এনক্রিপ্ট হয়। যে কারণে কথোপকথন রেকর্ড করা কার্যত অসম্ভব। এমনকি এই ফোনে কল আসলে স্ক্রিনে রিয়েল টাইম কলারের ছবিও দেখা যায়। ফলত ভুল পরিচয় দিয়ে কেউ কল করলে তা সঙ্গে সঙ্গেই ধরা পড়ে যায়।
আরও পড়ুন: এই ডকুমেন্ট না দিলে মিলবে না টাকা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে চালু হল নতুন নিয়ম
দাম কত এই ফোনের?
এবার নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যবহৃত এই ফোনের দাম কত! আসলে এই ফোনের দাম কখনোই জনসমক্ষে প্রকাশ করা হয়নি। কারণ, এটি শুধুমাত্র নির্বাচিত সরকারি কর্মকর্তাদের জন্যই বরাদ্দ করা হয়। কিন্তু গণমাধ্যমের একটা রিপোর্ট দাবি করা হচ্ছে যে, RAX ফোন যারা ব্যবহার করে, তাদের প্রতি মাসে ফোন পিছু খরচ হয় 2354 টাকা।