সহেলি মিত্র, কলকাতা: আপনার মধ্যেও কি আধার কার্ডের মাধ্যমে আপনার সব গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার রয়েছে? তাহলে আর চিন্তা নেই। কারণ সরকার এবার এমন এক ব্যবস্থা করেছে যার দরুণ আপনার সব গোপনীয় তথ্য একদম নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া থাকবে। UIDAI -এর সহায়তায় সরকার আধার ভল্ট (Aadhaar Vault) চালু করতে চলেছে। এখানে আপনার সব ডেটা সুরক্ষিত থাকবে বলে দাবি করা হয়েছে।
আধার ভল্ট চালু করতে চলেছে সরকার
আসলে বিভিন্ন স্কিম এবং পরিষেবার জন্য আবেদনের সময় লোকেরা যে ব্যক্তিগত তথ্য প্রদান করে তা সুরক্ষিত করার জন্য দিল্লি সরকার একটি আধার ডেটা ভল্ট তৈরির কাজ করছে। ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ (UIDAI) এর নির্দেশিকা অনুসারে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি) ইতিমধ্যেই একটি স্টেজিং সার্ভারে ভল্টটি সফলভাবে পরীক্ষা করেছে।
সকলের তথ্য থাকবে নিরাপদ
প্রকল্পের সঙ্গে জড়িত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দিল্লি সরকারের বিভিন্ন প্রকল্প এবং পরিষেবার জন্য অনলাইনে আবেদন করার জন্য আধার নম্বর প্রয়োজন এবং সেগুলি সুরক্ষিত রাখা প্রয়োজন।আধার ভল্ট বেশ কিছু সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে সংবেদনশীল পরিচয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং আধার বিবরণের অপব্যবহার রোধে উচ্চ-স্তরের ডেটা সুরক্ষা প্রদান করা।
সূত্রের খবর, যে আধার ভল্টের তথ্যের সুরক্ষা এতটাই শক্তিশালী হবে যে দিল্লি সরকারের অন্যান্য বিভাগের কর্মকর্তারাও এটি অ্যাক্সেস করতে পারবেন না। এর ফলে আবেদনকারীদের আধার তথ্যের অপব্যবহার রোধ করা যাবে। আধার তথ্য স্বয়ংক্রিয়ভাবে ই-গভর্নেন্স পরিষেবার সঙ্গে একীভূত হবে। সাম্প্রতিক এক বৈঠকে, তথ্যপ্রযুক্তি মন্ত্রী পঙ্কজ সিং প্রকল্পটি পর্যালোচনা করেছেন এবং কর্মকর্তাদের শীঘ্রই এটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।