সব OMR প্রকাশ করতে হবে, SSC-কে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট

Calcutta High Court

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ার পর থেকেই বহু টানাপোড়েনের মধ্যে পড়তে হয়েছিল চাকরি প্রার্থীদের। শেষে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হওয়ার পর নবম-দশম, একাদশ-দ্বাদশের রেজাল্ট বেরিয়েছে। কিন্তু তাতেও নতুন করে জটিলতা তৈরি হয়েছে। নতুন চাকরিপ্রার্থীদের নিয়ে নতুন বিধিতে পরীক্ষা নেওয়ায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হল স্কুল সার্ভিস কমিশনকে। এমতাবস্থায় সদ্য পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের OMR পাবলিশ করার নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)।

এসএসসির পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন

গতকাল অর্থাৎ বুধবার, শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। শিক্ষক-অশিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রশ্ন তুলে যে ৪৪টি আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে, সেগুলিকে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে। আর তাতেই রাতের ঘুম উড়ল চাকরিপ্রার্থীদের। বিচারপতি সঞ্জয়কুমারের বেঞ্চ কমিশনকে চাপের মধ্যে রেখে প্রশ্ন করে নতুন করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা প্রক্রিয়া নিয়ে। বিচারক ক্ষোভের সুরে বলে, “আমরা একবারও বলিনি নতুন করে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে পুরোনোদের সঙ্গে নতুনদের সংযোগ করতে। কোর্ট শুধু বলেছিল, একজনও যেন অযোগ্য পরীক্ষার্থী পরীক্ষা না দেয় এবং দুর্নীতি মুক্ত পরীক্ষা যাতে হয়। সেক্ষেত্রে রাজ‍্য যখন পুরনো-নতুনদের মিলিয়ে একসঙ্গে পরীক্ষা নিয়েছে, তখন সবটা তারাই বুঝবে। তবে যাঁরা যোগ্য প্রার্থী তাঁরা যেন কোনওভাবেই সমস‍্যায় যেন না পড়েন।” আর এবার হাইকোর্টের চাপের মুখে পড়ল কমিশন।

বড় নির্দেশ হাইকোর্টের

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বৃহস্পতিবার এসএসসি মামলায় পরীক্ষার্থীদের OMR নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা এদিন সদ্য নিয়োগে অংশগ্রহণকারী প্রার্থীদের ওএমআর সিট ওয়েবসাইটে পাবলিশ করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, পূর্বে প্যানেলের মেয়াদ শেষে যারা নিয়োগ পেয়েছেন তাদের নাম এবং ওএমআর শিট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এই নির্দেশ জারি করা হয়েছে। অর্থাৎ ২০২৫-এর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন এমন চাকরিপ্রার্থীদের ভাগ্য নির্ভর করবে এই মামলার উপরে।

আরও পড়ুন: মিটবে সঙ্কট, বাংলায় শিক্ষকের বদলি নিয়ে বড় খবর

প্রসঙ্গত, SSC-র নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশের ফলাফল সামনে আসার পরই একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়েছিলেন যে, সুপ্রিম কোর্ট যা বলবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তিনি। কিন্তু গতকাল সর্বোচ্চ আদালত প্রত্যেকটি মামলাই কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। তাই সেক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই সকল মামলাগুলির শুনানি হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment