সমবায় সমিতি থেকে গায়েব সাড়ে ৫ কোটি! তৃণমূল প্রধানের বিরুদ্ধে পথে আমানতকারীরা

Debra

প্রীতি পোদ্দার, কলকাতা: শত উন্নয়নমূলক প্রকল্প জনসাধারণের জন্য নিয়ে আসা হলেও দুর্নীতির অভিযোগ কখনই ঘুচবে না তৃণমূল সরকারের বিরুদ্ধে। এমতাবস্থায় নির্বাচনের আগে ফের সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের ডেবরায় (Debra)। আমানতকারীদের একাংশের অভিযোগ, সমবায় থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা টাকা আর্থিক তছরুপ হয়েছে। মাথায় হাত আমানতকারীদের। এমতাবস্থায় এই ঘটনায় এবার শাসকদলকে নিশানা করল বিজেপি।

সমবায় সমিতিতে আর্থিক তছরুপের অভিযোগ

রিপোর্ট মোতাবেক, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার। সেখানকার এক নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাটনা সমবায় সমিতিতে আমানতকারীরা নিজেদের সঞ্চয় জমিয়েছিলেন। কিন্তু পরে জানা যায় প্রায় সাড়ে ৫ কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে। আর এই গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ওই সমবায় সমিতিতে বোর্ড সেক্রেটারি তথা তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান জগন্নাথ মুলার বিরুদ্ধে। আর তাই এর প্রতিবাদে গতকাল অর্থাৎ মঙ্গলবার, পাটনা ডেবরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আমানতকারীরা। তাঁদের দাবি, এই আর্থিক তছরুপের ঘটনায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান জগন্নাথ মুলাকে শীঘ্রই গ্রেফতার করা হোক।

আরও পড়ুনঃ জানুয়ারিতে ফের বাড়তে পারে DA, পেনশন! কতটা? সরকারি কর্মীদের জন্য বড় খবর

পথ অবরোধ বিক্ষোভকারীদের

জানা গিয়েছে, আমানতকারীরা মঙ্গলবার, প্রথমে সমবায় সমিতির কাছ থেকে পদযাত্রা করে ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের সামনে পথ অবরোধ করে। এরপর সেই অবরোধ নিয়ে তারা ফের সমবায় সমিতির সামনে পথ অবরোধ করেন। তাঁদের মূল এবং প্রধান দাবি ছিল এক মাসের মধ্যে জগন্নাথ মুলা-সহ সমবায় সমিতির বোর্ড মেম্বারদের গ্রেফতার করে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে। যদি তা না হয় তাহলে তাঁরা জগন্নাথ মুলা-সহ বোর্ড মেম্বারদের বাড়ি ঘেরাও করবেন। এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ গুলি অস্বীকার করেছেন জগন্নাথ মুলা। তিনি বলেন, “যাঁরা আন্দোলন করছেন, তাঁরা এই সমবায়ে দুর্নীতিতে জড়িত। ঋণ নিয়ে শোধ করেননি।”

আরও পড়ুন: অসুস্থ হলেও খোঁজ নিচ্ছেন না পার্থ! জানাননি নতুন বছরের শুভেচ্ছা, কী বলছেন অর্পিতা?

অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের

তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান জগন্নাথ মুলা ঘটনায় নিজের দলের লোকদের কাঠগড়ায় তুলে বলেছেন, “ সাড়ে ৫ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ সাজানো গল্প। তৃণমূলের একাংশও এর সঙ্গে জড়িত। আমার সাফল্য সহ্য করতে না পেরেই দলের কেউ কেউ ভুয়ো অভিযোগে ইন্ধন দিচ্ছেন।” এদিকে এই ঘটনায় বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, “সমবায় সমিতিগুলিকে নষ্ট করে দিচ্ছেন তৃণমূল নেতারা। সব সমবায়ে টাকা আত্মসাৎ করছেন।”

1 thought on “সমবায় সমিতি থেকে গায়েব সাড়ে ৫ কোটি! তৃণমূল প্রধানের বিরুদ্ধে পথে আমানতকারীরা”

Leave a Comment