সহেলি মিত্র, কলকাতাঃ আপনারও কি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বছর শেষে মধ্যবিত্তকে বড় স্বস্তি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI। গত ৫ ডিসেম্বর, আরবিআই রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়ে আনে, যার ফলে রেপো রেট ৫.২৫ শতাংশে নেমে এসেছে। রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির (এমপিসি) সভা ৩ ডিসেম্বর শুরু হয়। এমপিসির ছয় সদস্যই রেপো রেট এক-চতুর্থাংশ শতাংশ কমানোর প্রস্তাবের পক্ষে ভোট দেন। এসবের মধ্যেই আরবিআই নতুন ৮টি নিয়ম লাগু করল। চলুন জেনে নেবেন।
৮টি নতুন নিয়ম লাগু করল RBI
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে আরবিআই এই ২০২৫ সালের শেষে দাঁড়িয়ে কী নিয়ম লাগু করেছে? RBI-র জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন তিনটি নিয়ম সম্পর্কে জানানো হয়েছে। এই যেমন নতুন বিধিতে বলা হয়েছে, এতে ১ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ের উপর দেশের সমস্ত ব্যাঙ্ক একই হারে সুদ দেবে। অর্থাৎ, গ্রাহকের সেভিংস অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় থাকুক বা এইচডিএফসি বা অন্য যে কোনও ব্যাঙ্কে, সেখানে গচ্ছিত অর্থের পরিমাণ এক লক্ষ টাকা হলে সর্বত্র একই হারে সুদ পাবেন তাঁরা। সেইসঙ্গে সেভিংস অ্যাকাউন্টে সুদের হিসাবও সহজ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেখানে বলা হয়েছে, গ্রাহকের অ্যাকাউন্টে দৈনিক যত টাকা জমা হবে, দিনের শেষে তার উপর সুদ হিসাব করবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক।
এফডি-র নিয়মে বদল
সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি এখন এফডি বা স্থায়ী আমানতের ক্ষেত্রেও নিয়মে বদল এনেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগে এতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা গচ্ছিত রাখতে পারেন গ্রাহক। সেটা এক বছর, দু’বছর, পাঁচ বা ১০ বছর হতে পারে। এফডি বাজারগত ঝুঁকিসাপেক্ষ নয়। এফডিতে সুদের হার নির্দিষ্ট। মেয়াদ উত্তীর্ণ হলে বিনিয়োগকারীকে এতদিন সুদ সহ পুরো টাকা ফেরত দিয়ে দেয় ব্যাঙ্ক। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, মানুষ সময়ের আগেই এফডি ভেঙে টাকা তুলে নেন, তাও আবার মেয়াস শেষ হওয়ার আগেই, অর্থাৎ প্রিমেচিউর টাকা। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট জরিমানা ধার্য থাকত। তবে সেই নিয়মেও এবার বদল এনেছে আরবিআই বলে খবর।
রিজ়ার্ভ ব্যাঙ্কের নতুন নিয়মে বলা হয়েছে, এ বার থেকে মেয়াদ শেষের আগে এফডি ভেঙে ফেললে কত টাকা সুদ এবং জরিমানা বাবদ কেটে নেওয়া হবে, তা আগাম জানাবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। আর তাই ফিক্সড ডিপোজ়িটের ফর্মে বাধ্যতামূলক ভাবে সেই নিয়ম লিখে দিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে মেয়াদ শেষের আগে এফডি ভাঙলে কোনও ব্যাঙ্ক গ্রাহককে সুদ না দিতেও পারে। তবে সেটা অবশ্য ব্যাঙ্ক বিনিয়োগকারীকে আগে থেকে জানাবে, নিয়মে বলেছে আরবিআই। দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ককে স্থায়ী আমানতের সর্বনিম্ন সময়সীমা সাত দিন রাখতে বলেছে আরবিআই। এফডির মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিনে যদি ছুটিও থাকে তাহলে তার পরেরদিনই সুদ সহ সমস্ত টাকা গ্রাহককে ফেরত দেওয়ার বিধান দিয়েছে আরবিআই বলে খবর।
মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার পর অটো-রিনিউয়াল বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে গ্রাহকের টাকা ফের এফডিতে রাখতে পারবে না ব্যাঙ্ক। মেয়াদোত্তীর্ণ অর্থ লগ্নিকারী তুলে না নিলে ন্যূনতম সুদ পাবেন গ্রাহক।