প্রীতি পোদ্দার, কলকাতা: সময় অনেক এগিয়ে গেলেও SSC জট যেন কিছুতেই কাটতে চাইছে না। কখনও নিয়োগ পরীক্ষা নিয়ে হচ্ছে ঝামেলা, কখনও অতিরিক্ত নম্বর এবং ইন্টারভিউ তালিকা নিয়ে বাড়ছে বিতর্ক, সব দিক থেকে যেন ঘেঁটে রয়েছে কমিশন এবং রাজ্য সরকার। দিনকয়েক আগে এসএসসি মামলার রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছিল যে ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল থাকবে। আর এবার ফের সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হতে চলেছে কমিশন। দাবি সময়ে কিছুতেই হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া।
২০১৬-র প্যানেল বাতিল রায়
এসএসসি-র ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ফলে ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি যায়। আদালত জানিয়েছিল, এর জন্য নতুন করে নিয়োগপ্রক্রিয়ার আয়োজন করতে হবে কমিশনকে। যাঁরা ‘দাগি অয্যোগ্য’ হিসাবে চিহ্নিত, তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় সুযোগ পাবেন না। তাঁদের বেতনও ফেরত দিতে হবে। বাকিরা ওই নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেবেন। সেই অনুযায়ী কমিশন নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করে এবং নতুন করে পরীক্ষা নেওয়া হয়। প্রকাশ করা হয় নতুন তালিকা। কিন্তু মনে করা হচ্ছে আদালতের বেঁধে দেওয়া ডেডলাইনে সেই নিয়োগ শেষ হবে না। তাই পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে SSC।
সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন
স্কুল সার্ভিস কমিশনের তরফে জানা গিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু ডেডলাইনের মধ্যে এসএসসি কিছুতেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারবে না। কারণ এখনও পর্যন্ত নবম-দশম শ্রেণির নিয়োগ প্রক্রিয়ার ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করা বাকি, প্রার্থীদের নথি যাচাই করা বাকি তারপর হবে ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন। সেই প্রক্রিয়ার পরে চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে। তারপরেই হবে স্কুলে নিয়োগ। ফলে এখনও দীর্ঘ সময় বাকি, তাই কিছুটা বাড়তি সময় চেয়ে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার।
আরও পড়ুন: ১১ থেকে ১২ ডিসেম্বর শিয়ালদা লাইনে বাতিল একাধিক লোকাল ট্রেন, তালিকা জারি পূর্ব রেলের
প্রসঙ্গত, দিন কয়েক আগে SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি’র ক্ষেত্রে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। হাইকোর্ট সম্প্রতি SSC-কে নিদের্শ দিয়েছিল যে ২০১৬ সালের গ্রুপ সি এবং গ্রুপ ডি’র নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত ‘দাগি’ ছাড়া যাঁরা আছেন, তাঁদের নাম প্রকাশ করতে হবে। সেজন্য ৮ ডিসেম্বরের ডেডলাইনও বেঁধে দিয়েছিল। কিন্তু এই নির্দেশ মানতে নারাজ SSC, তাই সেই সময়সীমা শেষ হওয়ার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কমিশন। ইতিমধ্যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি’র চিহ্নিত ‘দাগি’-দের তালিকা প্রকাশ করেছে। এবার দেখার পালা সুপ্রিম কোর্ট কার পক্ষে রায় প্রদান করে।