সমাজের কটূক্তি উড়িয়ে রিয়া-রাখির বিয়ে সুন্দরবনে! পাশে থাকল গ্রামবাসী

Sundarban

প্রীতি পোদ্দার, কলকাতা: সমলিঙ্গে সম্পর্ক এবং বিয়ে নিয়ে সমাজ এখনও নানা কটূক্তি করে থাকে। এককথায় সমাজের চোখে এই সমলিঙ্গ বিবাহ যেন একপ্রকার কলঙ্ক। তবে সেই কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে অনেকেই নিজেদের ভালোবাসাকে সবচেয়ে বেশি মূল্য দিয়েছে। তাইতো আজও অনেকেই সমাজের কটাক্ষের ভয়কে উড়িয়ে দিয়ে সমলিঙ্গ সম্পর্ক বজায় রাখছে। এবার এমনই এক সম্পর্কের সাক্ষী থাকল সুন্দরবন (Sundarban)। আগুনকে সাক্ষী রেখে মন্দিরবাজারের রিয়া সরদার ও বকুলতলার রাখী নস্কর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।

সমলিঙ্গে নিয়ে সুন্দরবনে

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, প্রায় দুই বছর আগে পরিচয় হয়েছিল মন্দিরবাজারের রিয়া সরদার ও বকুলতলার রাখী নস্করের। দুজনেই নৃত্যশিল্পী। ফোনালাপে শুরু হয় তাঁদের বন্ধুত্বের পথ চলা, তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসার গভীর সম্পর্কের রূপ পায়। ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়ে মাসি-মেসোর কাছে বড় হয়েছেন রিয়া। অন্যদিকে রাখী নিজের পরিবারেই বেড়ে ওঠেন। তাঁদের সম্পর্কের কথা প্রথমে রিয়া যখন পরিবারের কাছে তখন সেই সম্পর্ক মানেনি পরিবার। তবে সেক্ষেত্রে পাশে ছিল রাখীর পরিবার। সম্পর্কের কথা মেনে নিয়েছিল। এরপর প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে বিয়ের আয়োজন করা হয় স্থানীয় এক মন্দিরে। সুসম্পন্ন হয় বিবাহ।

কী বলছেন রিয়া এবং রাখী?

ভালবাসার মানুষকে বিয়ে করে রাখী নস্কর জানান, ‘‘আমাদের ২ বছরের সম্পর্ক। ফোনে পরিচয় হয়েছিল। অনেকেই বলেছিল মেয়েতে মেয়েতে আবার সম্পর্ক কী! কিন্তু আমরা ঠিক করেছি, একসঙ্গেই থাকব। সারাজীবন থাকব। রিয়ার বাড়িতে সকলে মেনে নিয়েছেন। আমার বাড়িতে আবার কেউই সম্পর্কটা মেনে নেয়নি। বাবা বলেছে, থাকতে দেবে না। কী আর করা যাবে… ওর বাড়িতেই থাকব।’’ উল্টোদিকে রিয়া সরদার বলেন, ‘‘আমরা আমাদের ইচ্ছাকে মর্যাদা দিয়েছি। ভালবাসাটাই তো বড় কথা। মহিলা পুরুষকে ভালবাসবে, পুরুষ মহিলাকে ভালবাসবে এমন কথা কে বলে দিয়েছে?’’

আরও পড়ুন: SIR আবহে পূর্বস্থলীতে বিলের ধারে উদ্ধার শয়ে শয়ে আধার কার্ড! সবই মুসলিমদের

উল্লেখ্য এর আগে সুন্দরবনে সমলিঙ্গের সম্পর্ক চোখে দেখেনি গ্রামবাসী। এদিন সেই দৃশ্য প্রথমবার তাই চাক্ষুষ করতে গিয়ে রীতিমত হতভম্ব অবস্থা সকলের। লক্ষ্মী মিস্ত্রি নামে স্থানীয় এক প্রৌঢ়া বলেন, ‘‘ওরা বলল, বিয়ে করবে। আমরা তাই শান্তি সঙ্ঘ মন্দিরে বিয়ে দিয়েছি। ক্লাবের ছেলেরা দু’জনকে সহায়তা করেছে। এর আগে এমন বিয়ে মোবাইলে দেখেছি। বাস্তবে এই বিয়ে প্রথম দেখলাম।’’ তবে রাখী এবং রিয়ার এই সম্পর্কের কাহিনী সুন্দরবনের মত এক প্রত্যন্ত অঞ্চলে যেন এক নয়া শিক্ষা দিয়ে গেল নতুন প্রজন্মকে ।

Leave a Comment