সমাধান দিচ্ছে না ফেডারেশন! আনোয়ার ইস্যুতে ফিফা, এএফসির দরজায় মোহনবাগান

Mohun Bagan Anwar Ali Issue MBSG Sents Letter to FIFA And AFC-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আনোয়ার আলি ইস্যুতে সমাধান সূত্র মেলেনি আজও। মূলত সে কারণেই এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ভূমিকাকে সমালোচনায় সাজিয়ে শুক্রবারে ফিফা এবং এএফসির কাছে ছ’পৃষ্ঠার একটি চিঠি দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Anwar Ali Issue)। ওই চিঠিতে মূলত আনোয়ারের বিতর্কিত চুক্তি নিয়ে দ্রুত সমাধানের আর্জি জানানো হয়েছে। মোহনবাগান দাবি করেছে, “আনোয়ারকে নিয়ে যে সমস্যা এতদিন রয়েছে তার সমাধান খোঁজা তো দূর, বরং ফেডারেশনের কাজকর্মে সমস্যার নিষ্পত্তি হতে দেরি হচ্ছে।”

চিঠিতে ফেডারেশনের দেদার সমালোচনা বাগানের!

আনোয়ারের বিতর্কিত চুক্তি নিয়ে সমস্যা আজকের নয়। বিগত বহুদিন ধরেই এই একই সমস্যাকে সঙ্গে নিয়ে চলছে মোহনবাগান সুপার জায়ান্ট। যা নিয়ে বহুবার ফেডারেশনের দরজায় দরজায় ঘুরেও লাভের লাভ কিছুই হয়নি। মূলত সেই কারণেই বাধ্য হয়ে এবার ফিফা এবং এএফসির দ্বারস্থ হল তারা। ফিফার সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্ট্রম এবং এএফসির সেক্রেটারি জেনারেল দাতো উইন্ডসের উদ্দেশ্যে লেখা চিঠিতে মোহনবাগান একেবারে খোলাখুলি জানিয়েছে, “আনোয়ার আলি ইস্যুতে সমাধানের পথ বাতলে দিচ্ছে না ফেডারেশন। তাই বাধ্য হয়েই আমরা ফিফা এবং এএফসির দ্বারস্থ হলাম।”

অবশ্যই পড়ুন: দিল্লির পর ভয়াবহ বিস্ফোরণ কাশ্মীরের নওগাম পুলিশ স্টেশনে! মৃত ৭, আহত ৩০-র বেশি

বলাই বাহুল্য, আনোয়ারের বিতর্কিত চুক্তি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা নিষ্পত্তির দায়িত্ব ছিল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং আপিল কমিটির। সেই মর্মে, 13 এবং 14 নভেম্বর শুনানি হওয়ার কথা ছিল ঠিকই, তবে শুক্রবার আচমকা অনির্দিষ্টকালের জন্য সেই শুনানি পিছিয়ে দিয়েছে ফেডারেশন। যার ফলে ফেডারেশনের গা হেলানো মনোভাব দেখে শেষ পর্যন্ত ফিফা এবং এএফসির কাছে সাহায্যের আর্জি জানিয়েছে তারা।

জানা যায়, আনোয়ারকে নিয়ে সমস্যা মেটানোর দায়িত্ব ছিল ফেডারেশনের যে আপিল কমিটির কাঁধে সেই কমিটিরই প্রধান অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ ট্যান্ডন কিছুদিন আগেই পদত্যাগ করেছেন। মূলত সে কারণেই এবার ফেডারেশন জানিয়ে দিয়েছে, প্রধানের ফাঁকা আসন ভরাট না হওয়া পর্যন্ত কোনও কার্যক্রম চলবে না, হবে না শুনানিও। এদিকে ফেডারেশন কাজে না দেওয়ায় ফিফা এবং এএফসির কাছে আর্জি জানানোর পাশাপাশি সমাধান না হলে সর্বোচ্চ ক্রীড়া আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়ে রেখেছে গঙ্গা পাড়ের দল।

Leave a Comment