বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বদেশীতে আস্থা রাখার ফল বুঝিয়ে দিলেন খালিদ জামিল। ভারতীয় ফুটবল দলের দায়িত্ব কাঁধে নিয়ে প্রথম ম্যাচেই চমক দেখালেন তিনি। প্রাথমিকভাবে সুনীল ছেত্রীদের নেশনস কাপের দল থেকে বাদ দেওয়ায় কিছুটা সমালোচিত হয়েছিলেন জামিল।
তবে তারকাখচিত দলে নির্ভর না করেও যে সাফল্য পাওয়া যায় সেটা কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে শক্তিশালী তাজিকিস্তানকে হারিয়ে (India Beat Tajikistan) বুঝিয়ে দিলেন খালিদ। বলা ভাল, 2008 সালের পর প্রথমবারের মতো তাজিকিস্তানের বিরুদ্ধে জয় খুঁজে পেল ভারত।
নেই বাগানের কোনও ফুটবলার, আক্রমণাত্মক ফুটবলেই জয় ভারতের
প্রধান কোচের দায়িত্ব নিয়েই ভারতীয় ফুটবল দলের রঙ পাল্টে দিলেন খালিদ জামিল। স্কোয়াড থেকে বাদ দিয়েছেন সুনীল ছেত্রীর মতো অভিজ্ঞ ফুটবলারকে, দলে রাখেননি মোহনবাগানের কোনও প্লেয়ার। কিন্তু তাও অজুহাত না দেখিয়ে নিজের সিদ্ধান্তেই তরুণদের নিয়ে দল গড়েছিলেন জামিল। আর তাতেই বদলে গেল জাতীয় দলের ভাগ্য।
শুক্রবার, 4-4-1-1 ফরমেশনে শুরু হয়েছিল খেলা। ম্যাচের একেবারে প্রথম থেকেই, আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে ভারতের ছেলের। এদিন ম্যাচের 5 মিনিটের মধ্যেই আনোয়ার আলির জোরালো হেডে প্রথমেই এগিয়ে যায় ব্লু টাইগার্স। সেই সাফল্যের কিছুক্ষণের মধ্যেই ফের ভারতের হয়ে গোল সংখ্যা বাড়ান সন্দেশ ঝিঙ্গান। এদিন আনোয়ারের কর্নার থেকে রাহুল ভেকের হেড ফিরিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। তবে হাল ছাড়েননি সন্দেশ। গোল করেই ফিরেছিলেন তিনি।
অবশ্যই পড়ুন: তেল সহ ট্রাম্পের দাদাগিরি নিয়ে আলোচনা! ডিসেম্বরেই ভারতে আসছেন ‘বন্ধু’ পুতিন
ভারতের তরফে প্রথমার্ধে জোড়া গোলের মালা পড়ায় পাল্টা দিতে একেবারে উঠে পড়ে লেগেছিল তাজিকিস্তান। আর সেই চেষ্টাতেই 23 মিনিটের মাথায় একটি গোল শোধ করেন সামিয়েভ। তবে এরপর থেকে আর ভারতের ছেলেদের কাবু করতে পারেনি তাজিকিস্তান। যদিও বাকি 45 মিনিটের খেলায় ভারতকে একেবারে চেপে ধরার চেষ্টা করেছিল তাজিক ফুটবলাররা।
বেশ কয়েকবার স্বদেশী গোলরক্ষক গুরুপ্রীত সিংকে টপকে জালে বল জড়ানোর চেষ্টা করেছিলেন তারা। কিন্তু বারবার প্রতিপক্ষের সেই চেষ্টা নাকাল করেছেন গুরুপ্রীত। শত চেষ্টা করে 70 মিনিটে ফাউল পেয়ে যায় তাজিকিস্তান। কিন্তু নিজের দক্ষতা দেখিয়ে সেই দুরন্ত গোল আটকে দেন গুরুপ্রীত। শেষ মুহূর্তে প্রতিপক্ষের পায়ে কার্যত বেড়ি বেঁধে 2-1 ব্যবধানে জয় তুলে নেয় স্বদেশীরা। জিতে যায় খালিদের কঠিন পরিকল্পনা।