সৌভিক মুখার্জী, কলকাতা: আমূল বদলাতে চলেছে ভারতের প্রতিরক্ষা খাতের। খুব দ্রুত ভারতীয় নৌ সেনা এবং ডিআরডিও মিলে তৈরি করতে চলেছে এমন এক সি-বেসড ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম (Sea Based Ballistic Missile) যা শত্রুপক্ষের ছোঁড়া ক্ষেপণাস্ত্রকে মাঝ সমুদ্র থেকেই মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দেবে। এমনকি তা দেশের উপকূলেই পৌঁছতে পারবে না। সামরিক বিশেষজ্ঞদের ভাষায় এটিকে ফ্লোটিং মিসাইল নামেই দেখা হচ্ছে। আর এটি ভারতের প্রতিরক্ষা প্রাচীর হিসাবেই ধরা দেবে।
উল্লেখ্য, সম্প্রতি চিন DF-21 ‘Carrier Killer’ ক্ষেপণাস্ত্রের মোতায়েন বাড়িয়েছে এবং সন্ত্রাসের দেশ পাকিস্তান MIRV প্রযুক্তিযুক্ত Ababeel মিসাইলের পরীক্ষা শুরু করেছে। সেই কারণেই এই প্রকল্প আরও দ্রুততার সঙ্গে এগোতে শুরু করছে। হ্যাঁ, এগুলি প্রতিরোধের জন্যই ভারত AD-1 এবং AD-2 নামের এই ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরির পথে হাঁটছে, যেগুলি হাইপারসনিক গতিতে শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইলকে মাঝ সমুদ্রেই গুঁড়িয়ে দিতে পারবে।
ডিআরডিও এবং ভারতীয় নৌ-বাহিনীর যৌথ অভিযান
মাঝ সমুদ্রে শত্রু পক্ষের হামলা গুঁড়িয়ে দেওয়ার জন্য যে AD-1 এবং বা AD-2 তৈরি করা হচ্ছে, সেটি মূলত ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনীর যৌথ প্রচেষ্টাতেই তৈরি। AD-1 150 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আঘাত হানতে পারবে। আর AD-2 Mach 6-7 গতিতে মিড-কোর্স ফেসে শত্রুদের মিসাইল ধ্বংস করার ক্ষমতা রাখে। এমনকি 5000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ভেদ করতে পারবে এগুলি। আরে দুটি ইন্টারসেপ্টরের শিপ ভার্সন বর্তমানে তৈরি হচ্ছে, যাতে সরাসরি যুদ্ধ জাহাজ থেকেই লঞ্চ করা যায়। ভবিষ্যতে এই প্রতিরক্ষা ঢাল ভারতের আরবসাগর থেকে শুরু করে বঙ্গোপসাগরে মোতায়ন করা হবে। এতে করে দূর থেকেই চিন ও পাকিস্তানের যে কোনও আক্রমণ প্রতিহত করা যাবে।
আরও পড়ুন: প্রশিক্ষণ চলাকালীন মদ্যপান, প্রেমিকার সাথে মত্ত! জেল IAF-র ১৫ জন ক্যাডেটের
বলাই বাহুল্য, এই সিস্টেম তৈরি হচ্ছে ভার্টিকাল হট-লঞ্চ ক্যানিস্টার সিস্টেম ব্যবহার করে, যেমনটা দেখা যাচ্ছিল মার্কিন THAAD প্রতিরক্ষা ব্যবস্থায়। অর্থাৎ বিশেষ জাহাজ আর আলাদা অবকাঠামগত উন্নয়ন ছাড়াই ভারতের যুদ্ধ জাহাজ এবার মোবাইল অ্যান্টি-মিসাইল প্ল্যাটফর্ম হয়ে উঠবে। সবথেকে বড় ব্যাপার, একটি পরীক্ষায় AD-1 সফলভাবে 4 মিনিটের কম সময়ে একটি মিডিয়াম রেঞ্জের লক্ষ্যমাত্রা ধ্বংস করেছে। আর সমুদ্র এবং স্থল, দুই জায়গা থেকেই রাডারের ফিড জুড়ে মিশন সম্পন্ন হয়েছে। এটি ছিল সমুদ্রভিত্তিক BMD এর রিহার্সাল প্রজেক্ট। এখন শুধু সময়ের অপেক্ষা। খুব শীঘ্রই সমুদ্রকে দুর্গ করে তুলবে ভারত।