সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, পেনশন স্কিম নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

ups nps pension scheme

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সরকারি কর্মীদের প্রবল দাবির পর অবশেষে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী চাইলেই জাতীয় পেনশন সিস্টেম বা ন্যাশনাল পেনশন সিস্টেম থেকে বেরিয়ে ঐতিহ্যবাহী ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ওল্ড পেনশন স্কিমটি বেছে নিতে পারেন।

তবে কেন্দ্রের বর্ধিত সময়সীমা অনুযায়ী, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে এই কাজ করে ফেলতে হবে সরকারি কর্মীদের। বলা বাহুল্য, সরকারের এমন সিদ্ধান্ত মূলত তাদের জন্যই যারা NPS-এ থাকাকালীন পুরনো পেনশন স্কিমের সুবিধা পেতে চেয়েছিলেন।

সরকারি বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে?

রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি দীর্ঘ টানাপোড়নের পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যাশনাল পেনশন সিস্টেমের পরিবর্তে ওল্ড পেনশন স্কিম বেছে নেওয়ার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। সেই মর্মে, বিজ্ঞপ্তি দিয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, যেসব কর্মচারীরা UPS বেছে নেবেন, তারা মূলত অবসর গ্রহণের তারিখের এক বছর আগে অথবা স্বেচ্ছায় অবসর গ্রহণের ক্ষেত্রে অবসর গ্রহণের আনুমানিক তারিখের তিন মাস আগে যেকোনও সময়ে ওল্ড পেনশন স্কিমে সুইচ করতে পারেন।

তবে ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়, সরকারের তরফে শাস্তি হিসেবে অপসারণ, বরখাস্ত কিংবা বাধ্যতামূলক অবসরের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল পেনশন সিস্টেম থেকে পুরাতন পেনশন স্কিমে স্থানান্তরের জন্য অনুমোদন দেবে না। এর অর্থ, কোনও রকম সমস্যা ছাড়াই স্বেচ্ছায় অবসর অথবা নির্দিষ্ট বয়সের পর অবসর গ্রহণের ক্ষেত্রে সরকারের এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে।

অবশ্যই পড়ুন: ভারতের সাথে একই গ্রুপে, প্রথমবারের মতো এশিয়া কাপে অংশগ্রহণ করবে এই দল

প্রসঙ্গত, 2003 সালে কেন্দ্রের তরফে চালু হওয়া ন্যাশনাল পেনশন সিস্টেম থেকে পুরাতন পেনশন স্কিম বা ইউনিফাইড পেনশন স্কিমে পরিবর্তন অর্থাৎ এই পুরনো স্কিমটিকে বেছে নেওয়ার বিষয়টি কেন্দ্রীয় সরকারী কর্মীদের সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়। সরকার স্পষ্ট বলেছে, যেসব কর্মীরা ইউনিফাইড পেনশন স্কিমে উপলব্ধ অবদান ভিত্তিক পেনশনকে আরও নিরাপদ বলে মনে করেন, যারা দীর্ঘদিন ধরে NPS এ থাকাকালীন পুরনো পেনশন স্কিমের সুবিধা পেতে চেয়েছিলেন, শুধুমাত্র তাদেরকেই আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত পছন্দের স্কিমটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে।

Leave a Comment