প্রীতি পোদ্দার, কলকাতা: ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে সু্প্রিম কোর্ট। চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। রায় ঘোষণার পরই স্বচ্ছভাবে ফের পরীক্ষার আয়োজনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই থেকেই যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশের দাবিতে চলে আসছে আন্দোলন। পাশাপাশি ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানান তাঁরা। সম্প্রতি অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন চাকরিহারাদের একাংশ। তাঁদের তরফে সুমন বিশ্বাস (Suman Biswas) বিধানসভায় এনিয়ে আলোচনার আর্জিও জানান। কিন্তু লাভ হয়নি। শেষে দিতে হয়েছিল পরীক্ষা।
যোগ্যদের তালিকা প্রকাশ করল না প্রশাসন
এর আগে সুমন বিশ্বাস চাকরিহারা আন্দোলনকারীদের নবান্ন অভিযানের সময়ও নেতৃত্ব দিয়েছিলেন। প্রাণপণে চাকরি ফেরৎ পাওয়ার জন্য সবার মত তিনিও লড়াই করেছিলেন। কিন্তু বারংবার সেই চেষ্টা ব্যর্থ করার জন্য তেড়ে এসেছিল পুলিশ। ধরে বেঁধে জেলে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন। যদিও শেষ পর্যন্ত এসএসসির পরীক্ষায় বসতে বাধ্য হলেন তিনি। কিন্তু এখনও রাজ্য সরকার প্রকাশ করতে পারলেন না যোগ্যদের তালিকা। এবার সেই নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সরাসরি আক্রমণ করলেন চাকরিহারা সুমন বিশ্বাস।
মমতাকে সরাসরি আক্রমণ সুমনের
আজ সকালে সোশ্যাল মিডিয়ায় চাকরিহারা সুমন বিশ্বাস তাঁর প্রোফাইল থেকে একটি নিজের ছবি পোস্ট করেছিলেন, যেখানে তাঁকে সাইকেল করে যেতে দেখা যাচ্ছিল এবং ব্যাগে ছিল একটি ঝাটা। আর সেই ছবির পোস্টের ক্যাপশনে লিখেছিলেন যে, “সকলকে শুভ সকালের শুভেচ্ছা ও প্রণাম। পূজনীয় দিদি এসএসসি ২০১৬ প্যানেলের যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের তালিকা প্রকাশ করলেন না। আপনাকে বলে রাখি, কাদের সাথে সেটিং করে আছেন আমি জানিনা। আপনার সরকারের দুর্নীতির কাহিনী প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রিক জনগণের সামনে তুলে ধরবো আমরাই।”
আরও পড়ুন: ভারতীয়দের ‘ব্রেন ডেড’ পোস্টে সমর্থন মহুয়ার, পরে ভুল স্বীকার করে বিবৃতি সাংসদের
বাংলায় বেকারত্ব নিয়ে খোঁচা সুমনের
এছাড়াও চাকরিহারা সুমন বিশ্বাস মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি লড়াইয়ের মাঠে, ময়দানে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন “ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই -আমি তারই তো সম্মতি” দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত অর্থে আপোসহীন ধারার লড়াইয়ের অঙ্গীকার তিনি করেছেন। সুমনের দাবি, “ বাংলায় শিল্প নেই কলকারখানা নেই, বেকারত্বের হাহাকার, দুর্নীতিমুক্ত কর্মসংস্থানের লক্ষ্যে জনগণের সামনে দেওয়া আমাদের অঙ্গীকার আমরা পূর্ণ করব। জয় হিন্দ। বন্দে মাতরম। ভারত মাতার জয় হোক। ইনকিলাব, জিন্দাবাদ।” তবে এখনও পর্যন্ত শাসক দলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।