সরছে ধর্মতলার বাস স্টপ, পার্পল লাইন মেট্রো নিয়ে চরম সুখবর!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে কাটল জট। দীর্ঘদিন ধরে থমকে থাকা পার্পল লাইনে (Purple Line Metro) স্টেশন নির্মাণের কাজ অব্যাহত রাখতে এবার কার্জন পার্ক এলাকাটি রেল বিকাশ নিগম লিমিটেডকে ব্যবহারের অনুমতি দিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।

জানা যাচ্ছে, দীর্ঘ সময় ধরে ওই অঞ্চলটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, যার কারণে ভারতীয় সেনার নিয়ন্ত্রিত জমিতে প্রবেশাধিকার না পাওয়ায় থমকে ছিল পার্পল লাইনে মেট্রো স্টেশন নির্মাণের কাজ।

তাছাড়াও এসপ্ল্যানেডের L20 বাসস্ট্যান্ড ও অন্যান্য মিনি বাস পরিষেবার কারণে মেট্রোর কাজে বারবার বাধা আসছিল, তবে অবশেষ সেনাবাহিনীর তরফে সবুজ সংকেত পাওয়ার পর মেট্রো স্টেশনের নির্মাণ কাজ নির্ভয়ে শুরু করা যাবে বলেই আশা করা যাচ্ছে। পাশাপাশি খুব শীঘ্রই ওই বাস স্ট্যান্ডটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।

30 বছরের জন্য সেনার জমি লিজ পাচ্ছে RVNL

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, এসপ্ল্যানেড অঞ্চলে পার্পল লাইনের ইন্টারচেঞ্জ স্টেশন তৈরির কাজ চললেও, দীর্ঘদিন ধরে সেনাদের নিয়ন্ত্রণে থাকা জমিতে প্রবেশাধিকার নিয়ে সমস্যায় ভুগছিল মেট্রো রেলওয়ে। সেই সমস্যা মেটাতে বহুবার প্রতিরক্ষা মন্ত্রকের সাথে কথা বলার চেষ্টা করেছিল রেল। অবশেষে সেই চেষ্টাতেই এসেছে সাফল্য।

জানা যাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনের পর এবার কলকাতা পুরসভা ও রেল বিকাশ নিগম লিমিটেডের মধ্যে একটি কার্যকর সমন্বয় তৈরি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, প্রাথমিক চুক্তি অনুযায়ী, রেল বিকাশ নিগম লিমিটেড আগামী 30 বছরের জন্য ভারতীয় সেনাবাহিনীর জমি লিজ হিসেবে পাচ্ছে। সেক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রককে ভাড়া বাবদ প্রতিবছর 37.5 লক্ষ টাকা দেবে RVNL।

কার্জন পার্ক এলাকায় তৈরি হবে নতুন বাস স্ট্যান্ড

বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রকের সবুজ সংকেতের পর ভাড়া বাবদ সেনাবাহিনীর জমি ব্যবহার করার অনুমতি পেল রেল বিকাশ নিগম লিমিটেড। তবে সমস্যার অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকা বাসস্ট্যান্ডটি পরবর্তীতে সরিয়ে পরিকল্পনা অনুযায়ী কার্জন পার্ক এলাকায় স্থায়ী নতুন বাস স্ট্যান্ড গড়ে তোলা হবে বলেই মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে L20 রুটের সমস্ত বাস এবং মিনিবাস পরিষেবা স্থানান্তরিত হবে সেখানেই।

অবশ্যই পড়ুন: বাংলাদেশের সেনাপ্রধানকে প্রাণে মেরে ফেলার হুঁশিয়ারি! নিশানায় ইউনূস সহ তিন

উল্লেখ্য, সেনাবাহিনীর জমি নিয়ে সমস্যা মিটলেও বহু যাত্রীর দাবি, পুরনো অভ্যাস এড়িয়ে সমস্ত পরিকল্পনা অনুযায়ী পার্পল লাইনের গুরুত্বপূর্ণ স্টেশনটি পুরোপুরি চালু করতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। যদিও মেট্রো রেলওয়ের তরফে জানানো হচ্ছে, এসপ্ল্যানেড স্টেশনটি ইস্ট ওয়েস্ট মেট্রোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই এই স্টেশনের পরিষেবা পুরোপুরি চালু করতে হলে আশেপাশের জমি সংক্রান্ত ক্লিয়ারেন্স সহ আনুষাঙ্গিক কাজ মেটাতে কিছুটা সময় দরকার। যদিও যাত্রীদের মধ্যে বেশিরভাগেরই আশঙ্কা, কার্জন পার্ক অঞ্চলের ভিড় ও নিরাপত্তা নিয়ে।

Leave a Comment