প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কারণে দিনরাত হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। টানা ক’য়েকদিনের ধারাবাহিক বৃষ্টির জেরে আবহাওয়া ঠান্ডা থাকলেও আর্দ্রতা জনিত অসস্তি একদমই কমেনি। তবে এবার বৃষ্টি কাটিয়ে দেখা মিলবে ঝকঝকে রোদের। তবে বৃষ্টি এখনও পুরোপুরি বিদায় নেয়নি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে ফের বৃষ্টি বাড়তে পারে রাজ্যে।
এই মুহূর্তে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে ঝাড়খণ্ডের নিম্নচাপ ক্রমশ মধ্যপ্রদেশের দিকে সরে যাচ্ছে। অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখাটি দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর এসবের প্রভাবে দক্ষিণবঙ্গে এবার আবহাওয়া উপর বড় বদল আসতে চলেছে। এমনকি সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনার রয়েছে তাই বাংলা ও ওড়িশায় মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও সপ্তাহ আনতে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কমবে। সকাল থেকেই রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ খানিকটা মেঘলা হতে পারে। যার দরুন উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: ঘরে ঢুকে গুলি! অসমাপ্ত প্রেমের জেরে কৃষ্ণনগরে ভয়ঙ্কর ঘটনা, মৃত ১৮ বছরের ঈশিতা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও উত্তর বঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, বিশেষত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহজ হাওয়ারো সম্ভাবনা রয়েছে।