প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে ক্রমেই বৃষ্টি (West Bengal Weather Update) হয়েই চলেছে বঙ্গে। টানা বৃষ্টির জেরে অনেক জায়গায় নানা দুর্যোগের সৃষ্টি হয়েছে। তবে আজ শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে মৌসুমি অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রাজ্য জুড়ে। আগামী দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রবিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এইমুহুর্তে গাঙ্গেয় নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। এবং সেই নিম্নচাপ উত্তর-পূর্ব ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করতে চলেছে। আপাতত উত্তর-পশ্চিম দিকে ধীর গতিতে এগোচ্ছে এই নিম্নচাপ। যার দরুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখন নেই বললেই চলে। ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়ার। জানা যাচ্ছে আগামী শনিবার পর্যন্ত অতিভারী বা ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বইবে বেশ কয়েকটি জেলায়।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থাকবে। পশ্চিমের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তাই ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু বৃষ্টি নয় তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। জানা গিয়েছে, প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই এই সকল জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: অবশেষে স্বস্তি! শিক্ষকদের মিউচ্যুয়াল ট্রান্সফার নিয়ে বড় পদক্ষেপ শিক্ষা দফতরের
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
উত্তরবঙ্গের উপরের বেশ কয়েকটি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে আগামী রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে।