বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি (BCCI Acting President) হলেন রাজীব শুক্লা! ক্রিকেট করিডোর থেকে এমন খবরই সামনে আসছে। NDTV-র রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই নাকি সভাপতি পদ ছেড়ে দিয়েছেন রজার বিনি।
ফলে, নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত এবার BCCI এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শুক্লা। যদিও দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই এই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাতেই পড়ে গেল সিলমোহর!
অ্যাপেক্স কাউন্সিলের সভাতেই ছবিটা স্পষ্ট হয়!
রিপোর্ট বলছে, গত বুধবার Dream11 এর সাথে চুক্তি বাতিল এবং পরবর্তী স্পনসর নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত হয়েছিল অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। জানা যাচ্ছে, ওই বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সভাপতির জায়গায় রজার বিনির বদলে দেখা গিয়েছিল রাজীব শুক্লাকে।
আর এরপর থেকেই বেড়ে যায় জল্পনা। একাধিক বিশ্বস্ত সূত্রের দাবি, আপাতত রজার বিনির বদলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি থাকবেন শুক্লাই। যদিও এ সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা BCCI এর তরফে এখনও পর্যন্ত আসেনি।
কী বলছে বোর্ডের নিয়ম?
ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী, 70 বছর বয়সের পর কোনও কর্মকর্তাই BCCI এর পদে বহাল থাকতে পারেন না। এদিকে রজার বিনির বয়স 70 ছাড়িয়েছে। এমতাবস্থায়, তাঁকে সরিয়ে আগামী কয়েক মাসের জন্য রাজীব শুক্লাকেই বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।
রিপোর্ট বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ড যতদিন না পর্যন্ত নতুন সভাপতি নির্বাচন করতে পারছে ততদিন রাজীবের কাঁধেই থাকবে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের দায়িত্ব। বলা বাহুল্য, 2020 সালে BCCI এর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন রাজীব শুক্লা।
অবশ্যই পড়ুন: টাইব্রেকারে হেরে সিঙ্কফিল্ড কাপের স্বপ্নভঙ্গ প্রজ্ঞানন্দের, মন ভাঙল গুকেশেরও!
উল্লেখ্য, 1983 সালে ওডিআই বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন রজার বিনি। 2022 সালে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বিকল্প হিসেবে বোর্ডের সভাপতি হন তিনি। বলা ভাল, 2019 থেকে 2021 সাল পর্যন্ত বোর্ডের সভাপতি ছিলেন গাঙ্গুলী। এরপর তৃতীয় প্রাক্তন ক্রিকেটার হিসেবে BCCI এর দায়িত্ব কাঁধে তুলে নেন বিনি। তবে এবার সেই পদ ছাড়তে হল তাঁকে। আপাতত যা খবর, আইনি কার্যক্রম মিটিয়ে নতুন সভাপতি বেছে নেওয়ার আগে পর্যন্ত শুক্লার নামের পাশেই থাকবে BCCI প্রেসিডেন্টের তকমা।