সর্বনিম্ন পেনশন ১০০০ থেকে বেড়ে হবে ৭৫০০? সংসদে জানিয়ে দিল কেন্দ্র সরকার

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রভিডেন্ট ফান্ডের পেনশন প্রকল্পে ন্যূনতম পেনশন দীর্ঘদিন ধরেই রয়েছে ১০০০ টাকা। আজকের চড়া মূল্যবৃদ্ধির বাজারে এত কম পেনশন নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে পেনশন গ্রাহক-সহ বিভিন্ন মহল থেকে। ফলে পেনশনের এই অঙ্ক বৃদ্ধির ব্যাপারে অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছে শ্রমিক সংগঠনগুলি। আর এবার সেই নিয়ে সরাসরি সংসদে প্রশ্ন করা হলে বড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার।

দীর্ঘদিন ধরে পেনশন বাড়ানোর দাবি

দ্য মিন্ট এর প্রতিবেদন অনুযায়ী ন্যূনতম পেনশন ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে সোচ্চার হয়ে উঠেছে শ্রম মন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। গত কয়েক মাস ধরে, ক্রমাগত শোনা যাচ্ছিল যে ভবিষ্যনিধি তহবিল সংস্থা অর্থাৎ EPFO- র অধীনে কর্মচারীরা ন্যূনতম পেনশন শীঘ্রই বাড়তে চলেছে। কিন্তু কবে কখন এই নিয়ম কার্যকর হবে তা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যার জেরে দিনের পর দিন সেই একই দাবি তুলে চলেছে দেশের বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও পেনশনারদের সংগঠন।

সংসদে পেনশন বৃদ্ধি ইস্যু

বিজেপি সাংসদ বাসবরাজ বোম্মাইেয়র নেতৃত্বে শ্রম মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটি জানিয়েছে যে, শেষবার ২০১৪ সালে পেনশনের ন্যূনতম টাকা ১ হাজার করা হয়েছিল। তার পরে ১১ বছর কেটে গিয়েছে। কিন্তু পেনশনের ন্যূনতম টাকা আর বাড়ানো হয়নি। যার ফলে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অধীনে থাকা লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তাই এবার সংসদে EPFO- র ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হয়েছে। আর তা নিয়ে এবার সরাসরি মুখ খুলল সরকার।

আরও পড়ুন: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া! সুনামি সতর্কতা জারি আমেরিকা ও জাপানে

কী বলছে সরকার?

সংসদে EPFO- র ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে পেনশন বৃদ্ধির বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বারংবার পেনশনভোগীদের কাছ থেকে ন্যূনতম পেনশন বৃদ্ধির জন্য ক্রমাগত দাবি করা হলেও এখনও সেই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়নি। ২০১৪ সালের শুরুতে, বাজেট সহায়তার মাধ্যমে ন্যূনতম মাসিক পেনশন যে ১,০০০ টাকা করা হয়েছিল বর্তমানে সেটিই চলে আসছে। তাই এখনও বৃদ্ধি সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থাৎ ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের।

Leave a Comment