সর্বস্ব নিয়ে পাপ মুছতে গীতার উপর ৫০ টাকা রেখে পালাল ‘চোর’! অবাক কাণ্ড কালনায়

Kalna

প্রীতি পোদ্দার, কালনা: অভিনব উপায়ে এবার চোরেরা করল একাধিক দোকানে চুরি! দোকানের ক্যাশবাক্স থেকে সব টাকা হাতিয়ে নিলেও দোকানে থাকা ভগবত গীতায় পাপ খণ্ডাতে চোরেরা গুঁজে রেখে গেল ৫০ টাকার নোট। যা দেখে চক্ষু চড়কগাছ সকলের। আর এই ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের কালনার (Kalna) পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে।

ঠিক কী ঘটেছে?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, বুধবার গভীর রাতে সবাই যখন ঘুমের ঘোরে সেই সময় পূর্ব বর্ধমান কালনা পুরাতন বাস স্ট্যান্ড এলাকার ঘটনা ঘটে গেল এক আজব ঘটনা। সেখানকার এক ফলের দোকান সহ আশেপাশের একাধিক দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ। কিন্তু অবাক করা বিষয় হল দোকানের ক্যাশবাক্স থেকে সব টাকা হাতিয়ে নিলেও দোকানে থাকা ভগবত গীতায় চোরেরা গুঁজে রেখে দিয়ে গেল ৫০ টাকার একটি নোট। পরেরদিন সকালে এই ঘটনার খবর জানাজানি হতেই তুমুল শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে।

কী বলছেন দোকানের মালিক?

কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যেই ফলের দোকানে চুরি হয়েছিল সেই দোকানের মালিক যাদব সাহা বৃহস্পতিবার দুপুরে জানান যে, “আমার দোকানের ক্যাশ বাক্সে থাকা খুচরো পয়সা এবং নগদ টাকা নিয়ে চোরের চম্পট দিয়েছে। তবে আমার দোকানে রাখা থাকা যে ভগবত গীতা বইটি আমি পাঠ করি সেটি চোরেরা হস্তগত করেনি। বরং চোরেরা ওই ভগবত গীতার পৃষ্ঠার মধ্যে দোকান থেকে হাতিয়ে নেওয়া ৫০ টাকার একটি নোট গুঁজে দিয়ে রেখে গেছে। হয়ত পাপ খণ্ডাতেই এ সব করেছে চোরেরা।”

আরও পড়ুন: হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে বড় আপডেট! শিলান্যাস প্রসঙ্গে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

প্রসঙ্গত, চোরেদের এমন কীর্তিকলাপ দেখে কালনার বাসিন্দা মহলে বেশ চর্চা শুরু হয়েছে। তবে একই রাতে ওইদিন একাধিক দোকানে চুরির ঘটনায় বেশ বিপদের মুখে পড়েছে মালিকেরা। এমনকি নিরাপত্তা নিয়ে চারিদিকে বেশ ক্ষোভ ছড়িয়েছে। তাই এই বিষয়টি নিয়ে কালনা মহকুমা পুলিশ আধিকারিক রাকেশ চৌধুরী বলেন, ‘‘বুধবার রাতে পূর্বস্থলী ও কালনায় বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটেছে। পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তেরা ধরা পড়বে।’’

1 thought on “সর্বস্ব নিয়ে পাপ মুছতে গীতার উপর ৫০ টাকা রেখে পালাল ‘চোর’! অবাক কাণ্ড কালনায়”

  1. That’s a solid point about game accessibility! Platforms like jl33 games are really streamlining the signup process with options like GCash – huge for the PH market. Makes jumping in so much easier! 🤔

    Reply

Leave a Comment