সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে বিভ্রাটে ইন্ডিগোর বিমান পরিষেবা। হাজারের কাছাকাছি বিমান বাতিল এবং দেরিতে চলছে। যাত্রীদের হয়রানির কোনও শেষ নেই। এয়ারপোর্টে লম্বা লাইন, এমনকি কোনও কোনও জায়গায় ধুন্ধুমার কান্ড বেঁধে যাচ্ছে। সবথেকে বড় ব্যাপার, অনেক রুটে হঠাৎ করে ভাড়া বাড়ানো হয়েছে। আর এই পরিস্থিতিতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক প্রতি কিলোমিটার হিসাবে নতুন ভাড়ার (New Flight Ticket Fare) স্ল্যাব জারি করল।
বিমান ভাড়ার উপর সরকারি সীমা
শনিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে সকল বিমান সংস্থাকে নির্ধারিত সীমার মধ্যেই ভাড়া রাখতে হবে। আর নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ—
- ৫০০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ ৭৫০০ টাকা।
- ৫০০ থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ ১২,০০০ টাকা।
- ১০০০ থেকে ১৫০০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ ১৫,০০০ টাকা এবং
- ১৫০০ কিলোমিটার উপরে সর্বোচ্চ ১৮,০০০ টাকা।
পিআইবির একটি প্রতিবেদন অনুযায়ী, এই সীমা সমস্ত বুকিং এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সে যে কোনও বিমান সংস্থার ওয়েবসাইট বা অনলাইন ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে করা হোক না কেন। সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ভাড়া স্বাভাবিক পর্যায়ে ফিরে না আসা পর্যন্ত এবং পর্যালোচনা না করা পর্যন্ত এই সীমাই কার্যকর থাকবে।
আরও পড়ুন: অফিস টাইমের পর কর্মীদের করা যাবে না ফোন, ইমেইল! লোকসভায় পেশ হল বিল
এদিকে মন্ত্রণালয় একটি আদেশ জারি করে বিমান সংস্থাগুলিকে এই ভাড়ার উপরেই টিকিটের প্রাপ্যতা নিশ্চিত করতে বলেছে। পাশাপাশি কোনও রুটে হঠাৎ করে বা অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞ জারি করা হয়েছে। আর সমস্ত বিমান সংস্থাকে এই ভাড়ার সীমা মেনে চলতে হবে।