সহেলি মিত্র, কলকাতাঃ আপনারও কি নিজস্ব গাড়ি আছে? রোজ সল্টলেকে যাতায়াত করেন এবং পার্কিং-এর সমস্যায় পড়তে হয়? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এবার পুরসভার তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুন লাভবান হবেন আপনি। বিধাননগর পৌর কর্পোরেশন (বিএমসি) সল্টলেক জুড়ে ১৪টি ফি পার্কিং জোন (Salt Lake New Parking Zone) বরাদ্দ করেছে।
১৪টি পার্কিং জোন পেল সল্টলেক
এছাড়াও পেইড পার্কিংয়ের জন্য কয়েকটি নতুন অংশ যুক্ত করেছে। বিধাননগর ট্রাফিক পুলিশের সাথে পরামর্শ করে এই জোনগুলি চূড়ান্ত করা হয়েছে বলে খবর। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, পার্কিংয়ের জন্য চিহ্নিত অংশগুলির মধ্যে রয়েছে বিবেকানন্দ মূর্তি থেকে সিটি সেন্টার ১ পর্যন্ত স্ট্যাক ইয়ার্ডের সীমানা প্রাচীর বরাবর, ১৩ নম্বর ট্যাঙ্ক থেকে ভারতীয় বিদ্যা ভবন স্কুল পর্যন্ত, ৪ নম্বর ট্যাঙ্ক ক্রসিং থেকে সিএপি আইল্যান্ড পর্যন্ত এবং প্রশাশন ভবন থেকে সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত থাকবে। স্কুলের সামনে কোনও পার্কিং নিষিদ্ধ থাকবে না এবং যানবাহনগুলিকে রাস্তার ধারে মাত্র ১৫ মিনিট অপেক্ষা করতে দেওয়া হবে।
আরও পড়ুনঃ কলকাতা মেট্রোর লাগেজ রুলসে পরিবর্তন, এবার থেকে বড় ব্যাগে দিতে হবে অতিরিক্ত চার্জ
আসলে সল্টলেকে একাধিক পার্কিং জোন করা থাকলেও সমস্যা থেকেই যাচ্ছিল। আর এই নিয়ে ভুরিভুরি জমা পড়ছিল বিএমসির কাছে। ফলে এবার সকলের সেই কষ্ট লাঘব করতে এক ধাক্কায় ১৫টি পার্কিং জোনের ব্যবস্থা করল বিধাননগর পুরসভা। এর ফলে বিপুলভাবে লাভবান হবেন সাধারণ মানুষ।
পার্কিং ফি কত হবে?
নিশ্চয়ই ভাবছেন যে পার্কিং ফি কত হবে? তাহলে জানিয়ে রাখি, প্রথম ঘন্টার জন্য চার চাকার গাড়ির জন্য ২০ টাকা, পরবর্তী প্রতি ঘন্টার জন্য ১৫ টাকা। দু-চাকার গাড়ির জন্য, প্রথম ঘন্টার জন্য ১০ টাকা, পরবর্তী প্রতি ঘন্টার জন্য ৫ টাকা। বাস বা ট্রাকের জন্য, প্রথম ঘন্টার জন্য ৫০ টাকা, পরবর্তী প্রতি ঘন্টার জন্য ৩৫ টাকা ভাড়া নির্ধারণ করা হবে।