সৌভিক মুখার্জী, কলকাতা: ফ্ল্যাগশিপ স্মার্টফোন মানেই আগুন ঝরানো দাম। বিশেষ করে Samsung Galaxy S series-র ফোনে একেবারে হাত দেওয়া দুঃসাধ্য। তবে এবার সেই চিন্তা দূর করল ফ্লিপকার্ট। কারণ Samsung Galaxy S25 Ultra ফোনটি এখন সবথেকে কম দামে পাওয়া যাচ্ছে।
বিরাট চমক ফ্লিপকার্টের
Samsung এর এই ফ্ল্যাগশিপ মডেলটির 256GB ভ্যারিয়েন্টের দাম ছিল এতদিন 1,29,999 টাকা। তবে এবার ফ্লিপকার্ট তা নামিয়ে এনেছে সোজা 1,10,999 টাকায়। এমনকি এখানেই শেষ নয়, অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আরো 4000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। অর্থাৎ 1,06,999 টাকায় দাম চলে আসছে।
ক্রেতাদের জন্য আরও বাড়তি সুবিধা
Flipkart সাধারণ গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য এবার মাসে মাত্র 3003 টাকা থেকে EMI শুরু করেছে। এমনকি পুরনো ফোন এক্সচেঞ্জে ট্রেড-ইন অফার দেওয়া হচ্ছে ও এক্সটেন্ডেড ওয়ারেন্টি এবং প্রটেকশন প্ল্যানের সুবিধা দেওয়া থাকছে। অর্থাৎ, যারা একবারে এত টাকা খরচ করতে চান না, তাদের জন্য একাধিক উপায় রাখা হচ্ছে।
কী কী ফিচার্স মিলবে?
Samsung Galaxy S25 Ultra ফোনটির শুধুমাত্র দামও কমেনি, বড় আধুনিক শক্তি ও ফিচার্স দিয়েও চমক দিচ্ছে। হ্যাঁ, এই ফোনে থাকবে 6.9 ইঞ্চি একটি QHD+ LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। এমনকি এই ডিসপ্লের ব্রাইটনেস 2600 nits পর্যন্ত। প্রসেসর হিসেবে থাকবে Snapdragon 8 Elite for Galaxy চিপসেট, সঙ্গে 12GB RAM এবং সর্বাধিক 1TB স্টোরেজের সুবিধা।
উল্লেখ্য, ফোনটিতে রয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, যা 45 ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট নেবে। থাকছে 200MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রাওয়াইড, 50MP পেরিস্কোপ টেলিফটো, 10MP টেলিফটো লেন্স। পাশাপাশি সেলফির জন্য রয়েছে 12MP ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুনঃ দেশের এই এক্সপ্রেসওয়েগুলিতে কাজ করবে না FASTag Annual Pass! দেখুন তালিকা
আগের অফারের সঙ্গে তুলনা
প্রসঙ্গত, গত মাসে জুন মাসে অ্যামাজনে এই ফোনটি 12,000 টাকা ছাড়ে মিলছিল। আর সঙ্গে ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফারও ছিল। তবে এবার ফ্লিপকার্ট সেই অফারকেও পিছনে ফেলে দিল। অর্থাৎ, এখন এই ফোন কিনলে ক্রেতারা সবথেকে কম দামে দারুণ সব সুবিধা লুফে নিতে পারবে।