বিক্রম ব্যানার্জী, কলকাতা: সস্তা হতে চলেছে রান্নার গ্যাস! মূলত আমজনতার হাতে সস্তায় গ্যাস সিলিন্ডার তুলে দিতে আমেরিকার সাথে বড় চুক্তির পথে ভারত (India America LPG Deal)। ইন্ডিয়া টুডের এক রিপোর্ট অনুযায়ী, দেশে রান্নার গ্যাসের চাহিদা মেটাতে আমেরিকা থেকে বিপুল পরিমাণ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা LPG আমদানি করার লক্ষ্যে খুব শীঘ্রই ডোনাল্ড ট্রাম্পের দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে নয়া দিল্লি। সেই চুক্তির অধীনে, আগামী দিনে আমদানি হওয়া LPG গুলির মধ্যে অন্তত 10 শতাংশ আসবে আমেরিকা থেকে। যেই তথ্য ইতোমধ্যেই নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদিপ সিং পুরী।
খুব শীঘ্রই আমেরিকা থেকে LPG আমদানি করবে ভারতের তেল সংস্থাগুলি
আমেরিকার সাথে LPG নিয়ে নতুন চুক্তি প্রসঙ্গে একটি বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় সরকার। সেই বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার সাথে নতুন চুক্তির হাত ধরে আগামী বছর অর্থাৎ 2026 সাল থেকে মার্কিন উপসাগরীয় উপকূল হয়ে LPG আসবে ভারতে। দেশের রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি আমেরিকা থেকে বিপুল পরিমাণ LPG আমদানি করবে। জানা গিয়েছে, ভারতে প্রতিবছর আমদানিকৃত লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে 10 শতাংশই আসবে আমেরিকা থেকে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, মাউন্ট বেলভিউ বেঞ্চমার্কের অধীনে এই LPG আমদানি করা হবে। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সেই লক্ষ্য পূরণ করতে আইওসি, বিপিসিএল এমনকি এইচপিসিএলের শীর্ষ স্তরের কর্মকর্তারা ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছেছেন। দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার আগে আমেরিকার বিভিন্ন তেল উৎপাদনকারী সংস্থাগুলির সাথে আলোচনা করছেন তারা। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, “আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমশ বাড়ছে। কিন্তু তা সত্ত্বেও দেশের সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে রান্নার গ্যাস পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। তাই রাষ্ট্রীয় তেল সংস্থাগুলি আমেরিকা থেকে বিপুল পরিমাণ LPG আমদানির পথে হাঁটছে।”
অবশ্যই পড়ুন: ইডেনে হারের পর WTC পয়েন্ট তালিকায় বড় ধাক্কা খেল ভারত! এখন কোথায় টিম ইন্ডিয়া?
চুক্তি হলে হাসি ফুটবে দেশের আমজনতার মুখে
শুল্ক নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে চুক্তির পথে ভারত এবং আমেরিকা। যার মধ্যে প্রথম সারিতেই রয়েছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের চুক্তি। কিন্তু আমেরিকা থেকে LPG আমদানি করা গেলে কতটা উপকৃত হবেন দেশের মানুষজন? এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পুরী জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প উজ্জ্বলা যোজনার আওতায় বিভিন্ন তেল সংস্থাগুলি 500 থেকে 550 টাকার মধ্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ করে থাকে, যা আন্তর্জাতিক মূল্যের তুলনায় অনেকটাই কম। এর জন্য সরকারের খরচ হয় 40,000 কোটি টাকা। তবে আমেরিকা থেকে আগামীতে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আমদানি করা গেলে আমদানি বাণিজ্যে যেমন বৈচিত্র আসবে তেমনই সস্তায় রান্নার গ্যাস পাবেন দেশের মানুষজন।” এক কথায় হাসি ফুটবে আমজনতার মুখে।