সস্তা হবে নিত্য প্রয়োজনীয় পণ্য, GST ব্যবস্থায় দুই স্ল্যাবের প্রস্তাব কেন্দ্রের

India To Simplify GST 2 GST Slabs Narendra Modi Independence Day

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 79তম স্বাধীনতা দিবসের সকালে দিল্লির লালকেল্লা থেকে পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, GST ব্যবস্থায় সংস্কার করা হবে।

এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে একথা স্পষ্ট ছিল যে, শীঘ্রই সরলীকরণ করা হবে GST ব্যবস্থায়। যার ফলে সাধারণ মানুষের উপর থেকে চাপ অনেকটাই কমবে। আর এরপরই শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার একটি সরলীকৃত দুই স্ল্যাবের পণ্য ও পরিষেবা কর কাঠামো স্ট্যান্ডার্ড ও মেরিট-এ নিয়ে যাওয়ার প্রস্তাব করেছে।

যেখানে মূলত নির্বাচিত আইটেমের জন্য সংরক্ষিত থাকবে বিশেষ হার। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই GST কাউন্সিলের তরফে প্রতিষ্ঠিত মন্ত্রী গোষ্ঠীগুলির কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। যা পরবর্তী প্রজন্মের GST সংস্কারের এক বিরাট পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে দিল্লির লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট জানান, দিওয়ালিতে বড় উপহার পাবেন দেশবাসী। কর ব্যবস্থাকে সরল করা হয়েছে, GST নিয়ে আসা হয়েছে। দীর্ঘ 8 বছর বাদে আবারও গোটা বিষয়টি রিভিউ করা হচ্ছে। আগামী দীপাবলির মধ্যেই পরবর্তী প্রজন্মের GST রিফর্ম নিয়ে আসা হবে।

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, এই পরিকল্পনার মধ্যে দিয়ে সামান্য পণ্যের উপর যে বিপুল করের বোঝা ছিল তা অনেকটাই কমে আসবে। এই এমএসএমইতে দেশবাসী যথেষ্ট উপকৃত হবেন।

অবশ্যই পড়ুন: পুজোর আগেই বড় উপহার কলকাতা মেট্রোর! অনলাইনে টিকিট কাটলে মিলবে ৫% ছাড়

অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা

রিপোর্ট বলছে, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি GST সংক্রান্ত বক্তব্যের আবহেই ভারতীয় অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, কেন্দ্রীয় সরকার আগামীতে স্ট্যান্ডার্ড এবং মেরিট স্ল্যাব সহ একটি সরলীকৃত দ্বিস্তর GST ব্যবস্থার প্রস্তাব করেছে।

একই সাথে কেন্দ্র এও জানিয়েছে, সাধারণ মানুষের সুবিধার্থে GST ব্যবস্থায় সংস্কারের পাশাপাশি নির্বাচিত পণ্যের জন্য বিশেষ হার নির্ধারণ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের তরফে এমন খবরের পরই, দেশবাসীর পকেটের চাপ যে অনেকটাই কমবে, তা নিয়ে আশাবাদী ওয়াকিবহাল মহল।

 

Leave a Comment