সহজ গ্রুপে আর্জেন্টিনা! কোথায় ব্রাজিল? প্রকাশ্যে ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস

FIFA World Cup 2026 group stage announced

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যে জন্য চরম অপেক্ষায় ফুটবল ভক্তরা, সেই 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) গ্রুপ বিন্যাস ঘোষণা করা হল। 11 জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের সহজ গ্রুপে জায়গা পেয়েছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল পড়েছে শক্তিশালী মরক্কোদের দলে। এ ছাড়াও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালের জায়গা হয়েছে বহুদূর, গ্রুপ কে তে। ইংল্যান্ড জায়গা পেয়েছে ক্রোয়েশিয়াদের গ্রুপে।

2026 বিশ্বকাপের আয়োজক কারা?

ভারতীয় সময় রাত সাড়ে দশটা, আমেরিকার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং এ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই চূড়ান্ত হল বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান। একদিনের অনুষ্ঠানে নাচে গানে ছিল একাধিক চমক। বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম ডিজায়ার শোনা গেল নিকোল শেরজিঙ্গার এবং রবি উইলিয়ামসের গলায়। অন্যদিকে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ এবং সংঘাত নিয়ে বারবার পদক্ষেপ নেওয়া ট্রাম্পকে দেওয়া হল প্রথম ফিফা শান্তি পুরস্কার।

বলাই বাহুল্য, আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে মূলত তিনটি দেশ। এর মধ্যে রয়েছে মেক্সিকো, কানাডা এবং আমেরিকা। আর এই তিন দলই মূলত A, B এবং D গ্রুপে জায়গা পেয়েছে। জানা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকা বনাম মেক্সিকোর ম্যাচ দিয়ে শুরু হবে আসন্ন বিশ্বকাপের যাত্রা। আজ থেকে 15 বছর আগে একইভাবে এই দুই দলের মুখোমুখি লড়াই দিয়েই শুরু হয়েছিল 2010 এর বিশ্বকাপ।

বলাই বাহুল্য, প্রথমবারের মতো 48 দেশের ফিফা বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। দেশের সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়তে চলেছে ম্যাচের সংখ্যাও। এতদিন যেখানে 32 দেশের বিশ্বকাপে মূলত 64টি ম্যাচ থাকতো এবার সেটা বদলে হয়ে যাচ্ছে 80টি ম্যাচ। একই সাথে 42টি দেশকে মোট 12টি গ্রুপে ভাগ করা হয়েছে। এবার সেই গ্রুপ বিন্যাসই ঘোষণা করা হল। জানা যাচ্ছে, ফিফার নতুন শর্ত অনুযায়ী, ইতিমধ্যেই যেহেতু 42 দল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তাই বাকি 6টি দেশের স্লট ধরে রেখেই করা হয়েছে গ্রুপ বিন্যাস।

অবশ্যই পড়ুন: ১১ মাসে ১ লাখ হয়েছে ৭ লাখ, রকেটের গতিতে রিটার্ন দিয়েছে এই ৬০ পয়সার স্টক

কোন গ্রুপে কোন দল?

ফিফার তরফে ঘোষিত গ্রুপ বিন্যাস অনুযায়ী, এ গ্রুপে জায়গা পেয়েছে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক এবং প্লে অফ ডি জয়ী দল।

বি গ্রুপে রয়েছে, কাতার, কানাডা, সুইজারল্যান্ড এবং প্লে অফ বি জয়ী দল।

গ্রুপ সিতে ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি।

ডি গ্রুপে আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং প্লে অফ সি জয়ী দল।

ই গ্রুপে জার্মানি, কুরাসাও, ইকুয়েডর এবং আইভরি কোস্ট।

এফ গ্রুপে নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া এবং প্লে অফ বি জয়ী দল।

জি গ্রুপে বেলজিয়াম, ইরান, নিউজিল্যান্ড এবং মিশর

এইচ গ্রুপে স্পেন, সৌদি আরব, উরুগুয়ে এবং কাবো ভার্দে।

গ্রুপ আইতে ফ্রান্স, সেনেগাল, নরওয়ে এবং প্লে অফ দুই জয়ী দল।

গ্রুপ জেতে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডন।

গ্রুপ কে তে পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া এবং প্লে অফ ওয়ান জয়ী দল।

এল গ্রুপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা এবং ঘানা।

Leave a Comment