সাইক্লোনের প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: মাঝখানে বেশ শীতের (Weather Update) প্রকোপ পড়েছিল কয়েকটা দিন, কিন্তু তার মাঝেই ফের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটল। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে ওলটপালট হয়ে গেল তাপমাত্রা। এদিকে গত দুইদিন ধরে খানিক শীতের দাপট বজায় থাকলেও ফের ঊর্ধ্বমুখী হতে চলেছে তাপমাত্রা। তবে স্বস্তির বিষয় হল দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে যাবে না। কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানা গিয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা হয়েছে আজ দিটওয়া ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার উপকূলীয় এলাকায় রয়েছে। যা ঘণ্টায় প্রায় ১০ কিমি বেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। যার জেরে এবার বাংলায় তাপমাত্রা কমতে চলেছে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী চার দিন সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। এছাড়াও এর পরের তিন দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতা সহ দক্ষিন বঙ্গের সকল জেলায় শুষ্ক এবং হালকা শীতল আবহাওয়া বিরাজ করবে। শ্রীলংকার ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও আগামী কয়েক দিন রাতের পারদ আরও চড়বে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ইত্যাদি জায়গায় পারদ হালকা বাড়তে চলেছে। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। কোনও কোনও জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে, পরে পরিষ্কার আকাশ। হালকা শীতের আমেজ থাকলেও এখনই ভরপুর শীতের কামড় থাকবে না।

আরও পড়ুন: মালদার বন্যায় ১০০ কোটির দুর্নীতি! CAG রিপোর্ট না দেওয়ায় সময় বেঁধে দিল হাইকোর্ট

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার, উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। শিরিল আবহাওয়াও বজায় থাকবে। ইতিমধ্যেই দার্জিলিংয়ে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে গিয়েছে পারদ। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েক দিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। এমনকি বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এদিকে সপ্তাহান্তে নীচের দিকের জেলা অর্থাৎ দুই দিনাজপুর ও মালদাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা বেশি।

Leave a Comment