সাইবার হামলার শিকার Tata-র সংস্থা! এক মিনিটে খোয়া গেল ১০,৪৭৬ কোটি টাকা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টাটার শেয়ারে বড় পতন! সোমবার, রতন টাটার সংস্থা টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালের শেয়ারের দাম 7 শতাংশ কমেছে (Tata Motors Share Crash)। যার জেরে টাটা গ্রুপের মালিকানাধীন এই সংস্থাটির আর্থিক ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 10,476 কোটি টাকায়। তাও আবার কয়েক মিনিটের ব্যবধানে। জানা যাচ্ছে, সংস্থাটির শেয়ার ধাক্কা খাওয়ায় তার প্রভাব দিয়ে পড়েছে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালের মার্কেট ভ্যালুয়েশনেও। বিশেষজ্ঞরা অনুমান করছেন, কোনও বড় ধরনের সাইবার হামলার কারণেই টাটার মালিকানাধীন সংস্থাটির শেয়ারে এমন পতন দেখা দিয়েছে।

টাটা মোটরসের শেয়ারে পতন

আপস্ট্রক্স এর রিপোর্ট অনুযায়ী, সোমবার টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালের শেয়ারের দাম এক ধাক্কায় 7 শতাংশেরও বেশি কমেছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সংস্থাটির স্টক 7.26 শতাংশ কমে 363.15 টাকায় এসে দাঁড়িয়েছে। যা গত 52 সপ্তাহের সর্বনিম্ন হ্রাসের তুলনায় কমপক্ষে 8.30 শতাংশ বেশি। রিপোর্ট বলছে, কোম্পানিটি যদি আগামী দিনগুলিতেও এমন বড় ধরনের পতনের শিকার হয় সে ক্ষেত্রে তারা বিগত 52 সপ্তাহের সমস্ত ক্ষয়ক্ষতির রেকর্ড ছাপিয়ে যাবে।

কেন এমন বড় পতনের মুখোমুখি হল TMPV?

একাধিক রিপোর্ট অনুযায়ী, সোমবার টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালসের শেয়ারের মূল্য 7 শতাংশেরও বেশি কমে যাওয়ায় মাত্র এক মিনিটের ব্যবধানে সংস্থাটির ক্ষতি হয়েছে কম 10,476 কোটি টাকা। বিশেষজ্ঞ মহলের অনুমান, কোনও সাইবার হামলার কারণেই এমন ক্ষতির মুখে পড়তে হলেও সংস্থাটিকে। এদিকে TMPV তাদের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে, সংস্থাটির মালিকানাধীন বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক কোম্পানি জাগুয়ার ল্যান্ড রোভার সাইবার হামলার শিকার হয়েছে। যার প্রভাব দিয়ে পড়েছে সংস্থাটির শেয়ারে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জাগুয়ার ল্যান্ড রোভারের এবিট মার্জিনের আনুমানিক মূল্য কমে 7 শতাংশ থেকে সরাসরি 0 থেকে 2 শতাংশ নেমে এসেছে!

অবশ্যই পড়ুন: জুলাই গণহত্যা মামলায় মৃত্যুদণ্ড শেখ হাসিনার, রায় ট্রাইব্যুনালের

TMPV এর ভ্যালুয়েশনেও বড় পতন

আজ অর্থাৎ সোমবার টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালের শেয়ার মূল্য হ্রাস পাওয়ায় ধাক্কা খেয়েছে সংস্থাটির মার্কেট ভ্যালুয়েশনও। মিন্টের রিপোর্ট অনুযায়ী, শেষবারের মতো গত শুক্রবার কোম্পানিটির মোট মার্কেট ভ্যালুয়েশন ছিল 1,44,200.10 কোটি টাকা। যা সোমবার ট্রেডিং সেশনের এক মিনিট পরে 1,33,727.86 কোটি টাকায় গিয়ে ঠেকেছে। এর অর্থ, মাত্র এক মিনিটের মধ্যেই সংস্থাটি হারিয়েছে প্রায় সাড়ে 10 হাজার কোটি টাকা।

Leave a Comment