বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্টে হারলেও তার বদলা ওয়ানডেতে তুলেছে ভারত। 2-1 ব্যবধানে রোকো ঝড়ের সামনে কাবু দক্ষিণ আফ্রিকা। গোটা ওয়ানডে সিরিজে বিশেষত বিরাট কোহলির অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মনে থাকবে শেষ ওয়ানডেতে যশস্বী জয়সওয়ালের জয় সূচক সেঞ্চুরিও। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের পরই এবছরের মতো আর ওয়ানডেতে দেখা যাবে না ভারতীয় দলকে। তাহলে টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ (Team India Next ODI Series) কবে?
ভারতীয় দলের পরবর্তী ওয়ানডে কবে?
এবছর আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নামছে না ভারতীয় দল। মেন ইন ব্লুর পরবর্তী ওয়ানডে সিরিজ আগামী বছর অর্থাৎ 2026 এ। নির্ধারিত সূচি অনুযায়ী, 2026 এর শুরুতেই অর্থাৎ 11 জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত। এই তিন ওয়ানডের সিরিজ চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত।
বলা বাহুল্য, ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম একদিনের ম্যাচটি গড়াবে 11 জানুয়ারি, বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় ম্যাচ রয়েছে 14 জানুয়ারি, নিরঞ্জন শাহ স্টেডিয়াম রাজকোটে। এরপর তৃতীয় অর্থাৎ শেষ ওয়ানডে বা ফাইনাল ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 18 জানুয়ারি, ইন্দোরে। প্রতিদিন ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু হবে ম্যাচগুলি। তবে তার আগে গোটা ডিসেম্বর বিশ্রামে থাকবে ভারতীয় ওয়ানডে দল।
অবশ্যই পড়ুন: প্রকাশ্যে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি, কবে কবে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা? দেখুন
উল্লেখ্য, একদিনের সিরিজ শেষ হলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। আসন্ন 5 ম্যাচের টি-টোয়েন্টির প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ অর্থাৎ 7 ডিসেম্বর। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি 11 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়াও পরবর্তী ম্যাচ গুলি গড়াবে 17 এবং 19 ডিসেম্বর। এই আসরেও দক্ষিণ আফ্রিকাকে যোগ্য জবাব দেওয়ার লক্ষ্য নিয়েই নামবে, সূর্যকুমার যাদবের দল।