সহেলি মিত্র, কলকাতাঃ কালীপুজোর শোভাযাত্রাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল ত্রিপুরার বিলোনিয়ায় (Tripura Belonia)। থানার ওসিকে রাস্তায় ফেলে কিল, ঘুষি, চর মারা সহ কিছুই বাদ থাকেনি। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে। ত্রিপুরায় বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্স বন্ধ করায় ওসিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে।
থানার ওসিকে রাস্তায় ফেলে তুমুল মারধর
বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাকে ঘিরে শুরু হয় গন্ডগোলের সূত্রপাত। থানার ওসি সাউন্ড বক্স বন্ধ করতে বলেন। এদিকে পুজো উদ্যোক্তারা সেই কথা কানে তো তোলেইনি, উল্টে থানার ওসিকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গেলে তাঁদের সঙ্গেও বচসা ক্লাব সদস্যদের।
শেষ পাওয়া খবর অনুযায়ী, গাড়ি ও সাউন্ড বক্স বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও উদ্যোক্তাদের পাল্টা অভিযোগ, শোভাযাত্রায় থাকা সঙ্গীত শিল্পীকে নিগ্রহ করেছেন ওসি। এহেন ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে সাউন্ড বক্স বন্ধ করতে বলেছিলেন ওসি। পুজো উদ্যোক্তারা সেই কথা শোনেননি। বিসর্জনের শোভাযাত্রায় চলতে থাকে সাউন্ড বক্স। এরপর সেই সময় নিজেই সাউন্ড বক্স বন্ধ করে দেন ওসি। এরপরই ওসিকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে বেধড়ক মারধর করা হয়। সেই ছবিও ধরা পড়েছে। ভাইরাল হয় ভিডিও। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি Indiahood.in.
পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ
অপরদিকে উদ্যোক্তাদের একাংশের অভিযোগ, ওই ওসি তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এমনকি শোভাযাত্রায় যে সঙ্গীত শিল্পী ছিলেন তাঁকে ওই পুলিশকর্তা হেনস্থা করেছেন। তবে একজন কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, সেই ছবি দেখে অনেকেই হতবাক। এই ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা হয়নি।