সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার বাসিন্দা? তাহলে ফের একবার তৈরি হয়ে যান ভারী বৃষ্টির জন্য। মূলত সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে বাংলায় বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)। আজ রবিবার থেকে মঙ্গলবার এই সময়সীমার মধ্যে আমূল বদলে যাবে বাংলার আবহাওয়া। সবে শীতল হাওয়া ঢুকতে শুরু করেছিল বাংলায়, কিন্তু হঠাতই ঘটল বড় ছন্দপতন। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চলের কারণে মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, শনিবার আবহাওয়া অফিস জানিয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। রবিবার, এটি শক্তি অর্জন করে গভীর নিম্নচাপে পরিণত হবে। তাছাড়া, এই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাইহোক, দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে বলতে গেলে, আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্রে। ফলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ আবার উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামীকালের আবহাওয়া
সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিবিধি এবং স্থলভাগে আঘাত হানার সময় নির্ধারণ করা হবে যখন সিস্টেমটি তৈরি হবে। ঘূর্ণিঝড়ের দিক নির্ধারণ করবে যে এটি পশ্চিমবঙ্গের উপর কতটা প্রভাব ফেলবে। এদিন থেকে উপকূলবর্তী কিছু জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে।
এরপর মঙ্গলবার থেকে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতও হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলা এবং কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।