সাগরে ফুঁসছে নিম্নচাপ, ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা? আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কাই সত্যি হল আবহাওয়াবিদদের। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। তার প্রভাবেই রাজ্যে ঢুকবে প্রচুর জলীয়বাষ্প। এর জেরেই দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ বুধবার থেকে শুরু হবে ঝড়-বৃষ্টির দাপট। ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে জেলায় জেলায়। মূলত ২৪ থেকে ২৮ জুলাই, এই সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে বলে বুলেটিন জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেইসঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলী, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক এদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। বুলেটিন অনুযায়ী, বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে দক্ষিণের বহু জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। তবে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। পাশাপাশি পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ২৫ জুলাই থেকে বাড়বে বৃষ্টির মাত্রা। ভারী বৃষ্টি (৭-১১ সেমি)-র সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।

Leave a Comment