সাগরে ফের তৈরি ঘূর্ণাবর্ত, ভারী বৃষ্টি ৬ জেলায়, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ ঘোর বর্ষা বাংলাকে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে দফায় দফায় মুষলধারে বৃষ্টি হচ্ছে কলকাতা, হাওড়া সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। জায়গায় জায়গায় জমে গিয়েছে জল। আজ বৃহস্পতিবারও জেলায় জেলায় চলবে ভারী বৃষ্টির দাপট। মূলত বঙ্গোপসাগর ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে ব্যাপক দুর্যোগ চলছে বাংলায়।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গ ও ওড়িশা উপকূলের মাঝে অবস্থান করছে। উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত। মৌসুমি অক্ষরেখা আপাতত বিকানের, সীকর, রাঁচী, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Today) হাল হকিকত সম্পর্কে। হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক মাসের শেষে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ষে ব্যাপারে। জানা গিয়েছে, এদিন ভারী বৃষ্টি চলবে মালদা, উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলায়। এছাড়া বাকি জেলা যেমন দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট চলবে।

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবারের মতো শুক্রবারও ভারী বৃষ্টিতে ভাসবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলা। তবে অন্যদিকে শুক্রবার থেকে খানিকটা হলেও বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে। এদিন বীরভূম, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া, হুগলী, বাঁকুড়া, নদীয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Leave a Comment