সহেলি মিত্র, কলকাতাঃ ঘূর্ণাবর্ত ও মৌসুমী বায়ুর যুগলবন্দিতে ব্যাপক দুর্যোগ চলছে বাংলাজুড়ে। সেইসঙ্গে দোসর তো রয়েছে নিম্নচাপ। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সীমান্ত লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যে কারণে নতুন সপ্তাহ থেকে আবারও বাংলার দুয়ারে দুর্যোগ শুরু হবে বলে আশঙ্কা। এদিন আজ রবিবার ছুটির দিনেও ভারী বর্ষণ চলবে উত্তর থেকে দক্ষিণে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে জেনে নেবেন এদিন সারাদিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে এখনই দুর্যোগ থামছে না। আজ রবিবার ছুটির দিনেও জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আলিপুর মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ছুটির দিনে দুর্যোগ নামবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে।
আগামীকালের আবহাওয়া
সোমবারও দুর্যোগ অব্যাহত থাকবে বাংলাজুড়ে। এদিন দক্ষিণবঙ্গের কথা বললে, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায়। অপরদিকে এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়।