সাগরে ফের ফুঁসছে নিম্নচাপ, কলকাতা সহ ৯ জেলায় বৃষ্টিপাত, আজকের আবহাওয়া

weather today

সহেলি মিত্র, কলকাতাঃ এখনই ঝড়-বৃষ্টি থামছে না বাংলার ওপর। বর্তমানে নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, অন্ধ্রের উত্তরে এবং ওড়িশার দক্ষিণে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। সংলগ্ন ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাব সরাসরি রাজ্যের আবহাওয়ার উপর পড়ছে না। মৌসুমি অক্ষরেখাও আপাতত এ রাজ্যের উপর নেই। তবে তার মানে এই নয় যে বাংলার থেকে এখনই বৃষ্টি বিদায় নিচ্ছে না। আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় তেড়ে ঝড় বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই কেমন থাকবে সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)  সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সতর্কতা জারি করা হয়েছে কলকাতা এবং হাওড়া জেলাতেও। এই দুই জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। বৃষ্টি পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। উল্লেখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়ার জন্য হলুদ সর্তকতা জারি করেছে মৌসম ভবন।

আগামীকালের আবহাওয়া

পরের দিন অর্থাৎ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি কলকাতা ও নদীয়া জেলায়। উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে মঙ্গলবার। ভারী বৃষ্টিপাতের জন্য সর্তকতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলায়। এছাড়া বাদবাকি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।

Leave a Comment