সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ৪ জেলায় ভারী বর্ষণের সতর্কতা, আজকের আবহাওয়া

weather today

সহেলি মিত্র, কলকাতাঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ খেলা দেখাচ্ছে বাংলাজুড়ে। কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলছে তাণ্ডব। অপরদিকে এই দুর্যোগের হাত থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গও। আজ বৃহস্পতিবার সকাল থেকে শরতের আকাশে মেঘ-রোদের খেলা চলছে। তবে এই আকাশ দেখে ছাতা না নিয়ে বেরনোর সিদ্ধান্ত নেবেন না কিন্তু। মনে রাখবেন বর্ষা এখনও যায়নি, বরং তা আরও ঘাঁটি গেড়ে বসে রয়েছে। মৌসুমি অক্ষরেখা, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের দৌলতে আজও সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Today) হাল হকিকত সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলী, নদীয়া, কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সঙ্গী হবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া।

আসলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ আগামী দু’দিনে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে সমুদ্র এখন উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে মৎস্যজীবীদের এই এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আপনিও কি আজ উত্তরবঙ্গে যাচ্ছেন বা ইতিমধ্যে সেখানে রয়েছেন? তাহলে জেনে রাখুন কেমন থাকবে জেলাগুলির আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাদবাদি জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

শুক্রবারও দুর্যোগ চলবে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জানা গিয়েছে, এদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। অপরদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলী, নদীয়া, কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সঙ্গী হবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া।

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment