সাগরে শক্তি বাড়াল ঘূর্ণাবর্ত, ৮ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: খানিক বিরতি নিয়ে ফের একবার ইউ টার্ন মারলো বর্ষা। দক্ষিণবঙ্গের আকাশে নতুন করে শুরু হলো শক্তিশালী  মনসুন ফ্লো। এক কথায় নতুন ছন্দে বর্ষা ফিরে এল বাংলায়। আসলে নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। মৌসম ভবনের মতে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণাবর্তটি আরো কিছুটা শক্তি বৃদ্ধি করে উত্তর উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ সংলগ্ন অংশকে প্রভাব বিস্তার করছে। শুধু তাই নয়, ঘূর্ণাবর্তটির সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা যুক্ত থাকায় বর্ষা সক্রিয়তা বৃদ্ধি করছে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর। ফলে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজ সোমবার আগামী কয়েক ঘন্টায় সমগ্র দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আবারো নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ফলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমে আসা যাক সোমবার সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। সোমবার থেকেই দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আগামীকালের আবহাওয়া

নিশ্চয়ই ভাবছেন মঙ্গলবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? তাহলে জানিয়ে রাখি এদিনও প্রবল দুর্যোগ চলবে সমগ্র বাংলা জুড়ে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Comment