সাতসকালে ভয়ংকর কাণ্ড আলিপুরদুয়ারে! দাউ দাউ করে জ্বলে উঠল স্কুল ভ্যান

Alipurduar

প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল সকাল ভয়ংকর ঘটনা আলিপুরদুয়ারে (Alipurduar)! মাঝ রাস্তায় দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি! জানা গিয়েছে সকাল সকাল স্কুল গাড়ি করে যাচ্ছিল কচিকাঁচারা। মাঝপথে যে গাড়িতে ফিরছিল তারা, তাতেই আচমকা লেগে যায় আগুন। গাড়িটি পুরোপুরি জ্বলে ওঠার আগেই পড়ুয়াদের অক্ষত বার করে নেওয়া হয় গাড়ি থেকে। আতঙ্কিত এলাকাবাসী।

স্কুলভ্যানে ভয়ংকর আগুন!

স্থানীয় রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার আলিপুরদুয়ার-১ ব্লকের অন্তর্গত পাটকা পাড়া মাক্রাকোনা অঞ্চলে সকাল সকাল মাঝরাস্তায় একটি স্কুলভ্যান দাউদাউ করে জ্বলে উঠল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামিয়ে দেওয়া হয় গাড়ির ভিতরে থাকা স্কুলের ছাত্রছাত্রীদের। তার পরেই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। যদিও সেই সময় কোনও পড়ুয়াই গাড়িতে ছিল না। কিন্তু নেভানো যায়নি গাড়ির আগুন। আর সেই দৃশ্য দেখতে অনেকেই রাস্তার দুই ধারে বেশ ভিড় জমিয়েছে। কিন্তু কী কারণে আচমকা ভ্যানগাড়িতে আগুন লাগল, সঠিকভাবে জানা যায়নি। তবে গাড়িটি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন: প্রাইমারি নিয়োগ মামলায় ‘কালীঘাটের কাকু’কে জামিন দিল হাই কোর্ট! একাধিক শর্ত আরোপ

তদন্তে নামল পুলিশ

স্থানীয়দের তরফে জানা গিয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের কিছু না হলেও আগুনের লেলিহানে গাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনার স্কুল ভ্যানে আগুন লাগার খবর পেয়েই ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ। গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ‘‘গাড়ি চালানোর সময় আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায়। তার পরেই দ্রুত গাড়িটিকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সবাইকে নামিয়ে দেওয়া হয়। এ জন্য কারও কিছু হয়নি।’’ পুলিশের তরফে জানানো হয়েছে কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কেউ আহত হয়নি।

Leave a Comment