প্রীতি পোদ্দার, কলকাতা: হুমায়ুন কবির আগেই জানিয়েছিলেন যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অন্তত ৯০টি আসনে জয়ী হওয়াই তাঁর লক্ষ্য। কারণ, তৃণমূল বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে, তারা কেউই হুমায়ুনকে মসজিদ গড়তে দেবে না। তাই এবার সরকারের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে এবং ৯০টি আসন জেতাতে আজ নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’র নাম প্রকাশ্যে আনলেন হুমায়ুন কবির (Humayun Kabir)। এমনকি দল ঘোষণার মঞ্চ থেকেই এবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চাঁচাছোলা মন্তব্য করলেন হূমায়ুন।
মমতাকে চ্যালেঞ্জ হুমায়ুনের
সোমবার, মুর্শিদাবাদের মির্জাপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, “আপনি আমাকে গদ্দার বলছেন। অথচ রাতের অন্ধকারে মালদা থেকে এসে আমাকে সাসপেন্ড করার জন্য জেলার নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। তাঁদের জিজ্ঞেস করেছিলেন, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলে মুর্শিদাবাদে তৃণমূলের কোনও ক্ষতি হবে কি না। তাঁরা বলেছিল, না। এদিকে ২০১১ সালে মুর্শিদাবাদে তৃণমূল একটি আসন পেয়েছিল। ২০০৪ সালে আমাকে প্রার্থী না করে শুভেন্দুর কথায় ২২টি আসনে প্রার্থী দিয়ে মাত্র চারটিতে জয় এসেছিল। পরে আমি তৃণমূলে ফিরে এসে হাতে-পায়ে ধরে দলকে মুর্শিদাবাদে ২০টি আসন জিতিয়ে দিয়েছিলাম।” তাই এবার মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “কোনও শক্তি থাকলে মুর্শিদাবাদের ২২টি আসনে খাতা খুলে দেখান। বিজেপি হয়তো দু’-একটি আসন বাড়াতে পারে। কিন্তু আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুলকে মুর্শিদাবাদে শূন্য করে দেব, জিরো করব।”
লক্ষ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে কটাক্ষ
দল ঘোষণার মঞ্চ থেকেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির। বক্তৃতার মাধ্যমে তিনি বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছোট্ট সরকারি ফ্ল্যাটে থাকতেন। আর এখন মুখ্যমন্ত্রীর পারিবারিক জমি কতটা সেটা জানতে চাই।” রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়েও তীব্র আক্রমণ করে তাঁর দাবি, “খেলা-মেলা করে সাড়ে সাত লক্ষ কোটি টাকার ঋণের বোঝা বাংলার মানুষের উপর চাপানো হয়েছে। আর আপনার এই জবাব ২০২৬ এর নির্বাচনে বাংলার মানুষ আপনাকে দেবে। ” এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার-কেও কড়া ভাষায় আক্রমণ করে জানুয়ারিতে ব্রিগেড সমাবেশের ঘোষণা করেন।
আরও পড়ুন: ফিরহাদকে ‘ক্রস মুসলিম’ কুণালকে ‘ছিনাল ঘোষ’! মমতাকেও চাঁচাছোলা আক্রমণ হুমায়ুনের
উল্লেখ্য, হুমায়ুন নতুন দল ঘোষণা করার কথা বলার পর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। হুমায়ুন কবীরের এই নতুন দল কোনও ভাবে পিছন থেকে সমর্থন করছে কি না, সেই প্রশ্নও উঠছে। এমতাবস্থায় হুমায়ুন নয়া দল ঘোষণা করায় তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “দল গড়তেই পারেন। নির্বাচনে কী প্রভাব পড়বে, সেটা ফলাফলেই বোঝা যাবে। মানুষের বোঝা উচিত এদের ভোট দিলে বিজেপিরই লাভ হবে। তৃণমূল মানুষের সঙ্গে থেকে রাজনীতি করে। হুমায়ুন কী করবে, তার কোনও প্রভাব পড়বে না।”